India & World UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করে দিলেন অমিত শাহ
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিরোধী জোটকেও কড়া আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক নির্বাচনী সভায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাস বন্ধ না হওয়া ইস্তক পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় যাবে না ভারত৷
বিশেষত ন্যাশনাল কনফারেন্স যে ভাবে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি তুলেছে, তার নিন্দা করেন শাহ। ফারুক আবদুল্লাকে উদ্দেশ্য করেই তিনি বলেন, ‘‘ফারুক সাহেব, যারা শেখ আবদুল্লার পতাকা ফিরিয়ে আনতে চান, জেনে রাখুন, জম্মু-কাশ্মীরে কেবল তিরঙ্গাই উড়বে।’’ মোদি সরকারের আমলে কাশ্মীরের উন্নতির দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন এখানে বাঙ্কারের প্রয়োজন হয় না। কারণ এখন আর কেউ গুলি চালানোর সাহস পায় না।’’ তার পরেই পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, ‘‘যদি ওদিক থেকে গুলি আসে, গুলিতেই তার জবাব দেওয়া হবে।’’
শাহ এ দিন স্পষ্ট করে বলেন, ‘‘ওঁরা (বিরোধীরা) চান, আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলি। পরিষ্কার বলছি, সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব না। আমরা জম্মু-কাশ্মীরের যুবসমাজের সঙ্গে কথা বলব, পাকিস্তানের সঙ্গে নয়। ওঁরা (বিরোধীরা) চান, জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে। মোদিজি আসার পরে একটি একটি করে জঙ্গি দমন করা হয়েছে। কোনও জঙ্গি, কোনও পাথর ছোঁড়াদের মুক্ত করা হবে না। বিজেপি কথা দিচ্ছে, কোনও জঙ্গি জম্মু-কাশ্মীরে জেলের বাইরে থাকবে না।’’ শাহ মনে করিয়ে দেন, জম্মু-কাশ্মীরে ৩০ বছর ধরে সন্ত্রাসবাদের প্রাবল্য ছিল। ৪০ হাজার মানুষের প্রাণ গিয়েছে। তাঁর টিপ্পনী, ‘‘ফারুক সাহেব, সেই দিনগুলোতে আপনি কোথায় ছিলেন? আমি বলছি, যখন কাশ্মীর জ্বলছিল, ফারুক সাহেব লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন!’’