Barak UpdatesHappenings
কাল দিনভর কার্ফু চলবে হাইলাকান্দি জেলা জুড়ে
১০ মেঃ শুক্রবার আর কার্ফু তুলে নেওয়া হচ্ছে না। এমনকী, উঠবে না শনিবার সারাদিনও। হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি অর্ডার ইস্যু করেছেন, শুক্রবার শহরে যে কার্ফু জারি হয়েছে, তা ১২ মে সকাল সাতটা পর্যন্ত বলবত থাকবে। আর নতুন নির্দেশে গোটা জেলায় কার্ফু সম্প্রসারিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা জরুরি হয়ে পড়েছে বলেই জেলাশাসক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অর্ডারে জানিয়েছেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় কীর্তি জল্লি সবাইকে ঘরে বসে থাকতে অনুরোধ করেন। সঙ্গে কোনও ধরনের গুজব না ছড়াতে বলেন। তিনি জানান, পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনীও আসছে। তাঁর কথায়, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও সাধারণ জনতার ভয়ে কুঁকড়ে থাকার কোনও কারণ নেই।
এ দিকে, শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের জেলা সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, একটি গোষ্ঠী লোকসভা নির্বাচনের আগে থেকে উপত্যকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে চলেছে। এরাই হাইলাকান্দিতে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের পক্ষ থেকে সর্বাবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
English text here