Barak UpdatesHappeningsBreaking News
কালাইনে বনবিড়ালের আক্রমণে জখম ৪
ওয়েটুবরাক, ২৩ নভেম্বর : কালাইনে বনবিড়ালের আক্রমণে আহত হলেন ৪ জন৷ মঙ্গলবার সকালে ভৈরবপুর জিপির তারাপুর গ্রামের এই ঘটনায় বৃহত্তর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ প্রথমে একে বাঘ বা চিতাবাঘ বলে মনে করা হয়েছিল৷ তবে বাঘ, চিতা বা বনবিড়াল যাই হোক, মানুষকে আঁচড়েকামড়ে জখম করায় বন্যজন্তুটির সন্ধানে স্থানীয় জনতা দল বেঁধে লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছেন৷ তল্লাশিতে নেমেছেন বনকর্মীরাও। এখনও এর সন্ধান মেলেনি।
এলাকাবাসী জানিয়েছেন, হঠাৎ ক্ষেত থেকে দৌড়ে চিতার মতো দেখতে জন্তুটি পথচারীদের ওপর আক্রমণ করে৷ জখমদের মধ্যে ভৈরবপুর মসজিদের ইমাম আফতাবউদ্দিন খানও রয়েছেন। তাদের কালাইন এফআরইউতে ভর্তি করা হয়েছে।
বনকর্তারা জানিয়েছেন, এটি বনবিড়াল৷ একে ধরার জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে৷