NE UpdatesHappeningsBreaking News

কার্ফুর মধ্যে অনুষ্ঠান! বিয়েবাড়িতে হানা দিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, গ্রেফতার ৩১

আগরতলায় দুই বিবাহভবন এক বছরের জন্য বন্ধ

ওয়েটুবরাক, ২৭ এপ্রিলঃ করোনা সংক্রমণ ঠেকাতে ত্রিপুরায় রাত রাত দশটা থেকে কার্ফু বলবৎ রয়েছে। একে উপেক্ষা করে আগরতলার দুই বিবাহভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। সাধারণ সময়ের মতই ওই দুই বিবাহভবন থেকে গাড়ি-মোটর সাইকেল ঢুকছিল, বেরোচ্ছিল। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক শৈলেশ যাদব খবর পেয়ে সেখানে গিয়ে বর-কনে সহ সবাইকে বের করে দেন।  যারা কথা বলতে গিয়েছেন, তাঁদেরই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মোট ৩১জনকে গ্রেফতার করা হয়েছে৷ পরে অবশ্য সবাইকে থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে৷

জেলাশাসক এসপি-কে টেলিফোন করে ডেকে এনে পশ্চিম আগরতলা থানার ওসিকে বরখাস্ত করতে বলেন।  শৈলেশবাবু জানান, ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলার জন্য তিনি সুপারিশ করবেন।  সঙ্গে জানিয়ে দেন, মাণিক্য কোর্ট ও গোলাপবাগান নামে দুই বিবাহভবন এক বছরের জন্য সিল করা হল।  আগামী একবছর সেখানে কোনও অনুষ্ঠান হতে পারবে না।

জেলাশাসক ক্ষিপ্ত হওয়ার বড় কারণ তিনি রাত দশটার পরে ওই পথে জিবি হাসপাতালে যাচ্ছিলেন। বিয়েবাড়িতে প্রচুর মানুষের সমাগম৷ পুলিশ সেখানে দাঁড়িয়েছিল।  ফেরার সময় মানুষের আনাগোণা আরও বেড়ে গিয়েছে।  পুলিশ তখনও দাঁড়িয়ে।  তাঁর অভিযোগ, পুলিশ টাকা খেয়ে এইভাবে কার্ফুর মধ্যে বিয়ের অনুষ্ঠান চলতে দিচ্ছে।

জেলাশাসক যখন গিয়ে হানা দেন, তখন বরযাত্রীদের অনেকে খেতে বসেছিলেন। তাদের খাবার টেবিল থেকে তুলে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে হল ছাড়তে নির্দেশ দেন।  কনের দাদা গিয়েছিলেন কথা বলতে, তিনি তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন। কার্ফু পাস ছাড়া বিয়েবাড়িতে যাওয়া বেশকিছু মোটর সাইকেল বাজেয়াপ্ত করেন। এই ঘটনায় ত্রিপুরায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শৈলেশবাবু বলেন, করোনা ছড়িয়ে পড়লে সবাই মিলে প্রশাসনের ওপর দোষারোপ করেন। কিন্তু অনেকেই বিধি মানেন না।  বিয়েবাড়ির প্রতিটি মানুষ শিক্ষিত ছিলেন। তারা নিজেদের আইনের উর্ধ্বে মনে করছিলেন। তাই রাজ্যবাসীর কাছে এই বার্তাটা পৌঁছানো জরুরি যে, আইনের উর্ধ্বে কেউ নন।

তাঁর কথায়, লগ্নের ব্যাপার থাকলে কার্ফুর মধ্যেও নিজেদের বাড়িঘরে ৫০ জনকে নিয়ে বিয়ে সারা যেত৷ বিবাহভবনে এসে আইন ভাঙার প্রয়োজন ছিল না!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker