Barak UpdatesIndia & World UpdatesHappeningsCultureBreaking NewsFeature Story
কাদম্বরী আজও : ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-ত্রিপুরার সঙ্গে শিলচরেও একযোগে রিলিজ
ওয়েটুবরাক, ২৩ আগস্ট : বরাক উপত্যকার মেয়ে শর্মিষ্ঠা দেবের গল্প ও নির্দেশনায় নির্মিত দুই ঘণ্টার ফিচার ফিল্ম “কাদম্বরী আজও” পশ্চিমবঙ্গ-ত্রিপুরার সঙ্গে শিলচরেও একযোগে রিলিজ হবে। বলতে গেলে, শর্মিষ্ঠা উত্তেজনায় টগবগ করছেন৷ তাঁর নিজের শহরের সিনেমা হলে তাঁরই নির্দেশিত ছবি দেখানো হবে। আগেভাগেই তাঁর সিদ্ধান্ত, ২২ সেপ্টেম্বরের প্রিমিয়ারে তিনি কলকাতায় থাকবেন। একযোগে শুভমুক্তির সেই শুভদিনটিতে অর্থাৎ আগামী ২৩ সেপ্টেম্বর সকালেই তিনি শিলচরে চলে আসবেন। হলে যাবেন, সকলের সঙ্গে বসে ফিল্মটি দেখবেন। শর্মিষ্ঠা জানান, হলে দেখানোর পাশাপাশি সিনেমাটির ওটিটি প্রদর্শন নিয়েও কথাবার্তা চলছে।
গল্পকারের কথায়, রবীন্দ্রনাথ ও কাদম্বরীর সম্পর্ক নিয়ে কম গল্প শোনা যায় না। কিন্তু আজকের কাদম্বরীরা কী অবস্থায় আছেন, স্বাবলম্বী হওয়ায় কি তাঁদের অবস্থা বদলে গিয়েছে, তা খতিয়ে দেখতে ও দেখাতেই তাঁর এই গল্প। তবে সিনেমাটিতে ঠাকুরবাড়ির কাদম্বরীকে আনা হয়নি বলেই শর্মিষ্ঠা জানিয়েছেন। তাঁর কথায়, “কাদম্বরী নামটাই আমাদের কাছে আশীর্বাদস্বরূপ।”
এই ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে অভিনয় করেছেন এই শহরের চেনা মুখ মানসী নন্দী। তিনি সেখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
চিত্রনাট্য শিলাদিত্য গুহ। সঙ্গীত-বাদ্য : অদৃতা ঝিনুক ও চিরন্তন ব্যানার্জি। প্রযোজক হাইলাকান্দির হীরক পাল। হীরক বলেন, “আমাদের টার্গেট হলো এখানকার সংস্কৃতি কলকাতায় পৌঁছানো।”