Barak UpdatesHappeningsBreaking News
কাটাখালে রেল লেভেল ক্রশিংয়ের দাবিতে আমরণ অনশন
২১ সেপ্টেম্বরঃ কাটাখাল জানকীবাজার পূর্ত সড়কে কাটাখাল রেল জংশনের পাশে রেল লেভেল ক্রশিং নির্মাণের দাবিতে সোমবার সকাল এগারোটা থেকে রেল জংশনের বিপরীতে শুরু হয়েছে আমরণ অনশন। অনেকদিন ধরে তাঁরা এই দাবি জানিয়ে চলছেন। এমনকি এই দাবিতে চাপ সৃষ্টির জন্য ২০১৪ সালের লোকসভা ভোট বয়কট করেছিলেন। কোনও সাড়া মেলেনি। স্থানীয় জনতা ক্ষোভ ব্যক্ত করে বলেন, আমরণ অনশনে বসার কথাও লিখিতভাবে হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহালকে জানানো হয়েছে। ন্যূনতম সাড়া দেননি।
‘স্বচ্ছ’ নামে এক এনজিও এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। পাশে রয়েছেন এলাকার সমস্ত শ্রেণির মানুষ। বিভিন্ন সংস্থা-সংগঠনও তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। -স্বচ্ছ’-র সভাপতি রফিকুল হক ও সম্পাদক সাইদুর রহমান বলেন, এখানে লেভেল ক্রশিং নির্মাণের দাবি ২৫ হাজার মানুষের গণদাবি। ২০০৯ সাল থেকে এই দাবি আদায়ে আন্দোলন চলছে। এ বার তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, জেলাশাসক অনশনস্থলে উপস্থিত হয়ে তাঁদের দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ ্গ্রহণ না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। অনশনরতরা এ ব্যাপারে সাংসদ-বিধায়কেরও দৃষ্টি আকর্ষণ করেন৷