NE UpdatesHappeningsBreaking News
কাজিরাঙায় আরও এক সোনালি বাঘ !
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: কাজিরাঙায় মিলল আরও এক সোনালি বাঘশাবক। গাইড ও জিপচালক কাকু শইকিয়া সপরিবার বাঘিনীকে ক্যামেরাবন্দি করেছিলেন। তাতেই ধরা পড়ে, শাবকদের একটির রঙ সোনালি। এই নিয়ে কাজিরাঙায় সোনালি রয়্যাল বেঙ্গলের সংখ্যা দাঁড়ালো ৪টি। অসমের জাতীয় পার্কটিতে প্রথম সোনালি বাঘের দেখা মিলেছিল ২০২০ সালের জুলাইয়ে।