NE UpdatesHappeningsBreaking News
কাজিরঙ্গায় পুনরায় শুরু হলো হাতি সাফারি
গুয়াহাটি, ১ নভেম্বর : পর্যটকদের জন্য পুনরায় কাজিরঙ্গায় চালু হলো হাতি সাফারি। বুধবার কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের কহরা ও বাগরি বনাঞ্চলে পর্যটকদের জন্য হাতি সাফারি চালু করে। এদিন সকাল ছটায় দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে পরম্পরাগতভাবে হাতি পূজা অনুষ্ঠিত হয়। এরপর উদ্যান সঞ্চালক সোনালি ঘোষ সাফারি চালু করেন।
কানাডা সহ দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা হাতি সাফারির প্রথম দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর থেকে কাজিরঙ্গা জাতীয় উদ্যান পুনরায় চালু হয়েছে। গত ১৬ দিনে ১৬ হাজারের বেশি পর্যটক কাজিরঙ্গা ভ্রমণ করেছেন। এদিন কহরা বনাঞ্চলে বিভাগীয় হাতির সাফারি শুরু হয়। বিপরীতে বাগরি বনাঞ্চলে ব্যক্তিগত হাতির সাফারি শুরু হয়েছে বলে উদ্যান সঞ্চালক জানিয়েছেন।