Barak UpdatesHappeningsBreaking News

কোভিড রোগীদের জন্য টেলিফোনে পরামর্শ, নয়া সুযোগ কাছাড়ে
Tele-consultation for Covid patients started in Cachar

২৮ এপ্রিল : কাছাড় জেলার কোভিড আক্রান্ত রোগীরা এ বার টেলিফোনে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। জেলা প্রশাসন কোভিড রোগীদের জন্য এই নতুন সুযোগ এনে দিয়েছে। কাছাড়ের জেলাশাসকের নির্দেশে গতকাল স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে, জেলার বিভিন্ন অংশে হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীরা এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন।

এই টেলিফোন পরামর্শ পরিষেবা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত পাওয়া যাবে। রবিবার বা ছুটির দিনেও পরিষেবা জারি থাকবে। যেসব কোভিড রোগী হোম আইসোলেশনে রয়েছেন, তারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।

  • শিলচর শহর স্বাস্থ্য খণ্ড –  7099248937
  • বড়খলা – 7002924603
  • ধলাই –  6026234160
  • সোনাই – 9401590608
  • জালালপুর – 9859163922
  • বিক্রমপুর – 9435430188
  • উধারবন্দ – 7002577402
  • লক্ষীপুর – 995751373হরিনগর – 8638096870
April 28: In pursuance of the office order by the Deputy Commissioner Cachar, the Joint Director of Health Cachar issued a notification on Tuesday which specified that tele consultation services are being provided to the Covid-19 patients who are undergoing home isolation in different parts of the Cachar District. The tele consultation services will be provided from 10 AM to 4 PM on daily basis including Sunday and holidays. Those Covid patients now in home isolation can call in the numbers provided below:

  • Silchar 7099248937,
  • Borkhola 7002924603
  • Dholai,6026234160
  • Sonai 9401590608
  • Jalalpur,9859163922
  • Bikrampur,9435430188
  • Udharbandh 7002577402
  • Lakhipur 995751373
  • Harinagar,8638096870

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker