Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে ২১,৮৬৯ সুবিধাপ্রাপককে নতুন রেশন কার্ড, কাটিগড়ায় বিতরণ কেন্দ্রীয় মন্ত্রী মার্ঘেরিটার
21869 beneficiaries received new ration cards in Cachar, Margarita distributes in Katigorah

ওয়ে টু বরাক, ২২ ডিসেম্বর : খাদ্য নিরাপত্তা ও সামাজিক কল্যাণকে অগ্রগতি দেওয়ার লক্ষ্যে কাটিগড়ায় এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা নতুন রেশন কার্ড বিতরণ করেন। রবিবার আয়োজিত অনুষ্ঠানে কাছাড় জেলার ২১,৮৬৯ উপভোক্তাকে রেশন কার্ড প্রদান করা হয়, যা রাজ্যের জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)-এর লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

এ দিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মার্ঘেরিটা ক্ষুধা নির্মূল ও অসহায় শ্রেণির উন্নয়নে কেন্দ্র সরকারের  প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি জানান, “২০২৩ সালের জানুয়ারি থেকে সরকার অপুষ্টি ও ক্ষুধার বিরুদ্ধে নিরলসভাবে কাজ করছে। PMGKAY যোজনার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধি করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে যে দেশের ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে চাল পাবেন। এর লক্ষ্য হচ্ছে, দেশের কোনও নাগরিক যেন ক্ষুধার্ত না থাকেন।”

তিনি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের প্রগতিশীল পদক্ষেপের প্রশংসা করেন। এর মধ্যে ২০২৩ সালে রাজ্যে ১০,৭৩,৪৮৯ রেশন কার্ড বিতরণ এবং ১৯ লক্ষের বেশি সুবিধাপ্রাপক PMGKAY-এ অন্তর্ভুক্ত করার উদ্যোগ উল্লেখযোগ্য। বরাক উপত্যকাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠিত বরাকভ্যালি ডেভেলপমেন্ট  ডিপার্ট্মেন্টের ভূমিকারও তিনি প্রশংসা করেন। এই দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে কাছাড় জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত (খাদ্য ও নাগরিক সরবরাহ) ড. ধ্রুবজ্যোতি হাজরিকা বলেন, “NFSA-এর মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাওয়ার অধিকার বাস্তবায়িত হয়েছে। নতুন রেশন কার্ড বিতরণ এই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে মন্ত্রী মার্গারিটা নিজে ১০ জন উপভোক্তাকে রেশন কার্ড প্রদান করেন। এই দিন ২,৯৮৫টি কার্ড কাটিগড়ার সুবিধাপ্রাপকদের মধ্যে বিতরণ করা হয়। এই পর্যায়ে মোট ৫ লক্ষাধিক মানুষ উপকৃত হবেন, যেখানে দুই পর্যায়ে ১১.৫ লক্ষাধিক সুবিধাপ্রাপক এর আওতায় আনা হয়েছে।

কাছাড় জেলার সাতটি বিধানসভা ক্ষেত্রে একযোগে রেশন কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। লক্ষীপুরে অনুরূপ আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই, উধারবন্দে বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরে দীপায়ন চক্রবর্তী এবং নীহার রঞ্জন দাস ধলাইতে, বড়খলাতে অমিতাভ রায় (প্রাক্তন কাছাড় জেলা পরিষদ সভাপতি), নিত্য ভূষণ দে (এপিডিসিএল পরিচালক) এবং শিলু রানি দাস (চেয়ারপার্সন, সোনাই পুরসভা) সুবিধাপ্রাপকদের নতুন রেশন কার্ড বিতরণ করেন।

এ দিন অনুষ্ঠানগুলো দুপুর ১২টা থেকে শুরু হয় এবং মুখ্যমন্ত্রীর ভাষণ লখিমপুর থেকে সরাসরি সম্প্রচারিত হয়। কাছাড় জেলায় ২১,৮৬৯ রেশন কার্ড বিতরণ করে ৯৭,১৪৮ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা আয়ুক্ত ড. খালেদা সুলতানা আহমেদ ও ড. ধ্রুবজ্যোতি পাঠক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা কার্যক্রম তদারকি করেন।

Way2barak, December 22 : In a significant step towards enhancing food security and welfare, Union Minister of State for External Affairs and Textiles, Pabitra Margarita, presided over a ceremony in Katigorah on Sunday to distribute new ration cards to eligible beneficiaries. This event marked an important milestone in the state’s efforts to ensure food security, aligning with the objectives of the National Food Security Act (NFSA) and the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY).

Delivering an inspiring address, Minister Margarita underscored the government’s commitment to eradicating hunger and uplifting vulnerable sections of society. He praised the Central Government’s initiative to extend the PMGKAY scheme until 2028, which ensures free rice distribution to over 80 crore citizens nationwide. “Since January 2023, the government has been relentlessly working to eliminate malnutrition and hunger. The extension of PMGKAY reaffirms our pledge that no one in our country goes hungry,” he stated.

The Minister commended Assam’s proactive measures under Chief Minister Dr. Himanta Biswa Sarma’s leadership, including the distribution of 10,73,489 ration cards earlier this year and enrolling over 19 lakh beneficiaries under PMGKAY. Highlighting the Chief Minister’s focus on Barak Valley, he appreciated the establishment of the Barak Valley Development Council, which prioritizes infrastructure and socio-economic development in the region.

The event, part of the second phase of the state-wide ration card distribution initiative, saw Dr. Dhrubajyoti Hazarika, Additional District Commissioner (ADC) for Food and Civil Supplies, Cachar, reiterating the government’s commitment to ensuring food security across the state. “The NFSA has transformed lives by ensuring access to nutritious food. The distribution of new ration cards is a significant step in advancing this mission,” he said.

During the ceremony, Minister Margarita personally handed over ration cards to ten beneficiaries, while the remaining 2,985 cards were distributed among eligible residents of Katigorah. In total, the second phase aims to benefit over 5 lakh people across 37 constituencies, with more than 11.5 lakh beneficiaries already covered under both phases statewide.

Meanwhile, similar distribution ceremonies were held in all seven Legislative Assembly Constituencies (LACs) of Cachar district, as directed by the government. Prominent figures, including Kaushik Rai (Minister for Food, Civil Supplies, Mines, and Barak Valley Development Department) and MLAs Mihir Kanti Shome (Udharbond), Dipayan Chakraborty (Silchar), and Nihar Ranjan Das (Dholai), graced the events. Other key attendees included Amitabh Rai (former Cachar Zilla Parishad President), Nitya Bhusan Dey (Director, APDCL), and Shilu Rani Das (Chairperson, Sonai Municipal Board).

The program began at 12:00 P.M in each LAC, with the Chief Minister’s address streamed live from Lakhimpur. Across Cachar, a total of 21,869 new ration cards, covering 97,148 individuals, were distributed. Senior officials, including District Commissioner Mridul Yadav, ADCs Dr. Khaleda Sultana Ahmed and Dr. Dhrubajyoti Pathak, and other administrative staff, were present to oversee the proceedings.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker