NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কাছাড়-করিমগঞ্জে ৫১ শতাংশ সন্দেহভাজনকে একতরফা রায়ে বিদেশি ঘোষণা!
২৮ ডিসেম্বরঃ এ বছরের ৩১ জুলাই পর্যন্ত অসমের একশোটি ফরেনার্স ট্রাইবুনালে ৪ লক্ষ ৩৪ হাজার ৬৫৪টি বিদেশি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ২০ হাজার ৮৩৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। ট্রাইবুনাল ১ লক্ষ ১৬ হাজার ৩৫ জনকে ভারতীয় বলে মেনে নিয়েছে। ১ লক্ষ ৩৪ হাজার ৮১০ জন বিদেশি হিসাবে চিহ্নিত হয়েছেন। তাও ৮১ হাজার ৯৭১ জনকে একতরফা রায়ে বিদেশি বলে ঘোষণা করা হয়েছে।
সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বিধায়ক আমিনুল ইসলাম ও এআর মণ্ডলের প্রশ্নের জবাবে রাজ্য সরকার এই তথ্য জানায়। জবাবে বলা হয়েছে, বিদেশি চিহ্নিতদের মধ্যে ২৯ হাজার ৯৫৯জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ২৪৪৫ জনকে পুশ ব্যাক করেছিল সরকার।
সারা রাজ্যে একরতফা রায়ে বিদেশি হয়েছেন মোট মামলার ৩৭ শতাংশ। কাছাড় ও করিমগঞ্জ জেলায় তা রাজ্যের হারকেও ছাপিয়ে গিয়েছে। ৫১ শতাংশ৷ কাছাড়ে মোট মামলার নিষ্পত্তি হয়েছে ১৫ হাজার ২০০টি। একতরফা রায় হয়েছে ৭৮৭৬টি। শিলচর এফটি-এক ৫৪ শতাংশ, এফটি-দুই ৪৪ শতাংশ, এফটি-তিন ৪৯ শতাংশ, এফটি-চার ৬৫ শতাংশ,এফটি-পাঁচ ৪৪ শতাংশ এবং এফটি-ছয়ে ৬০ শতাংশ মামলা একতরফাভাবে শেষ হয়েছে। করিমগঞ্জের দুই ট্রাইবুনালে একতরফাভাবে বিদেশি ঘোষণা হয়েছে ক্রমে ৪৭ শতাংশ ও ৫৫ শতাংশ। হাইলাকান্দিতে এই হার অবশ্য অনেকটাই কম, ১৬ শতাংশ।