Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে বিশ্ব জনসংখ্যা পক্ষের সূচনা
ওয়েটুবরাক, ১১ জুলাই: শুরু হল বিশ্ব জনসংখ্যা পক্ষ। বৃহস্পতিবার সতীন্দ্রমোহন দেব হাসপাতালের সভাকক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের পক্ষকালব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বাস্থ্যখণ্ডে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত প্রজনন, পরিবার পরিকল্পনা ইত্যাদি নিয়ে বিশেষ সচেতনতা কার্যসূচি গ্রহণ করা হয়। বিশেষ করে শিবিরের মাধ্যমে পুরুষ ও মহিলার স্থায়ী বন্ধ্যাকরণ বিনামূল্যে করা হবে। এদিন বিশ্ব জনসংখ্যা পক্ষের আনুষ্ঠানিক সূচনা করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যে ডাঃ বর্মন বলেন, বর্তমান জনসংখ্যা বিস্ফোরণ অতি চিন্তার বিষয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে দিবসটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উপস্থিত আশাকর্মী সহ অন্যান্য তৃণমুলস্তরের কর্মীদের ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থায়ী বন্ধ্যাকরণ গ্রহণ করা দুই দম্পতিকে সংবর্ধিত করা হয়। পরে ডা. বর্মন পতাকা নেড়ে পরিবার পরিকল্পনা বিষয়ে জন সচেতনতামুলক গাড়ি “সারথি ভ্যানের” যাত্রার সূচনা করেন। এই সারথি ভ্যান গ্রামাঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার বিভিন্ন সুবিধা গ্রহণ, সুস্থ এবং স্বাস্থ্যসম্মত প্রজনন বিষয়ে প্রচার কাজ চালাবে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতীন্দ্রমোহন দেব হাসপাতালের অধীক্ষক ডাঃ অরুপ পাটোয়া, জেলা এন এইচ এম-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, পরিবার পরিকল্পনার জেলা সংযোজক হিলাল উদ্দিন লস্কর প্রমুখ। উল্লেখ্য, একইভাবে জেলার ৮টি স্বাস্থ্যখণ্ড যথাক্রমে বিক্রমপুর, বড়খলা, ধলাই, হরিনগর জালালপুর, লক্ষীপুর, সোনাই ও উধারবন্দে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানসমুহে উপস্থিত ছিলেন খণ্ড স্বাস্থ্য আধিকারিক ও এন এইচ এমের ব্লকস্তরের কর্মকর্তারা।