Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে কমিশনারের বৈঠকে অগ্রগতি বোঝালেন ডিডিসি
ওয়েটুবরাক, ১৯ আগস্ট: বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার নীরা গগৈ সনোয়াল হাইলাকান্দি জেলার বিভিন্ন বিভাগে খালি পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার হাইলাকান্দিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখতে এক বৈঠকে মিলিত হন। বিভিন্ন বিভাগের আধিকারিকদের সময়মতো প্রকল্পগুলির রূপায়ণের পরামর্শ দেন তিনি। বৈঠকে অংশ নিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা কমিশনার সনোয়ালকে জেলায় রূপায়ণ করা সব সরকারি কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে ডিডিসি আরকে লস্করও অংশ নেন।
রাতে কমিশনার সনোয়াল শিলচরের সদরঘাটের মিনি সেক্রেটারিয়েটে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কাছাড় জেলার উন্নয়নমুখী প্রকল্পগুলির রূপায়ণ খতিয়ে দেখতে অনুরূপ বৈঠকে মিলিত হন । এতে তিনি বরাক উপত্যকার বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় কাজকর্মের চাপ দিসপুরের সচিবালয় থেকে কমাতে শিলচরের মিনি সেক্রেটারিয়েটে স্থানান্তর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে দেন। এই নির্দেশ অনুযায়ী কাজ করতে আধিকারিকদেরকে তিনি পরামর্শ দেন। বৈঠকে মিজোরাম সীমান্তে পূর্ত বিভাগের সড়ক নির্মাণের কাজকর্মও খতিয়ে দেখেন কমিশনার। বৈঠকে ডিডিসি রাজীব রায় সহ জেলার সব বিভাগের কাজকর্ম সম্পর্কে ডিভিশনাল কমিশনারকে অবহিত করেন । বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনার করিমগঞ্জেও অনুরূপ বৈঠকে মিলিত হবেন এবং শ্রীকোণায় নির্মীয়মান মিনি সেক্রেটারিয়েটের কাজ পরিদর্শন করবেন।
বুধবার তিনি সকাল সাড়ে নয়টা থেকে ডিভিশনাল কমিশনার শিলচরের সদরঘাটস্থিত বরাক ভেলি মিনি সেক্রেটারিয়েটে স্বাভাবিক সরকারি কাজকর্ম করেন। উল্লেখ্য কমিশনার সনোয়াল রাজ্যের তথ্য ও জনসংযোগ এবং প্রিন্টিং এন্ড স্টেশনারি বিভাগের সচিব পদেও রয়েছেন।