Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে আরও এক মৃতের রিপোর্ট পজিটিভ, বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা
Another patient reported +ve posthumously in Cachar
Details sent to Death Audit Board for confirmation

১৮ জুলাইঃ কাছাড়ে আরও একজনের মৃত্যুর পর কোভিড টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। তাঁকে করোনায় মৃত বলে ধরা হবে কিনা, তা জানার জন্য কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ স্টেট ডেথ অডিট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়।
ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, ৪৮ বছর বয়সী মালা দত্তমজুমদার প্রথমে ভ্যালি হাসপাতালে ও পরে মেডিল্যান্ড হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। সেখান থেকে তাকে শুক্রবারই শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় শিবালিক পার্কের বাসিন্দা মালাদেবীর।
সুমনবাবু বলেন, তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ হলেও তিনি শ্বাসজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাই নিয়ম মেনেই যাবতীয় তথ্য স্টেট ডেথ অডিট বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে তাঁরা এখন সেদিকেই তাকিয়ে।