Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের ২২৭টি সেরা স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে সর্বশিক্ষার পুরস্কার
ওয়ে টু বরাক, ১৭ মার্চ : কাছাড় জেলা শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে সেরা স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুলোকে মাদার গ্রুপ অ্যাওয়ার্ড ২০২২-২৩ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার শিলচর গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে কাছাড়ের ২২৭টি সেরা স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে পুরস্কৃত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মাওমেন্দা আও, গুরুচরণ কলেজের অধ্যক্ষ ডঃ বিভাস দেব, স্কুলসমূহের ডিআই খইরুল ইসলাম হাজারি সহ জেলার বিভিন্ন ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার জয়ন্তী পাল, লালনপুই তুইটন, লিপিকা সিনহা, বিশ্বজিৎ দে, অজয় চৌহান, মনোজ কৈরি, তপন প্রজাপতি এবং প্রদীপ তাঁতি প্রমুখ প্রতীকী হিসেবে আটটি সেরা স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও সচিবদের পুরস্কৃত করেন।
এতে বক্তব্য রাখতে গিয়ে উন্নয়ন কমিশনার রাজীব রায় বলেন, কাছাড় জেলার যেসব গুণাগুণের মানদণ্ড সামনে রেখে সভাপতি ও সচিবদের পুরস্কৃত করা হচ্ছে, তা যেন আগামী দিনগুলিতেও পরবর্তী স্কুল ম্যানেজমেন্ট কমিটি বজায় রাখে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সামগ্রিকভাবে উন্নয়ন করার উদ্দেশ্যে স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুলি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে শিলচর গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবার পর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সুবিধা হবে। তিনি এজন্য শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিকভাবে স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে আহ্বান জানান।
এই সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ বিভাস দেব, স্কুলসমূহের ডিআই খইরুল ইসলাম হাজারি। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিক্ষাবিভাগের বিদ্যুৎ দেব চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী কমিশনার মাওমেন্দা আও।