NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কাছাড়ের পাথর কোয়ারি থেকে অপহৃত তিনজনকে মাহুরে উদ্ধার

ওয়েটুবরাক, ৪ ডিসেম্বরঃ কাছাড় জেলার পাথর কোয়ারি থেকে অপহৃত তিন যানচালককে উদ্ধার করা হয়েছে৷ গত শনিবার মণিপুর ভিত্তিক জঙ্গি সংগঠন বন্দুকের মুখে রাজু তাঁতী, অমিত ওরাঙ ও বিশ্ব ধরকে তুলে নিয়ে গিয়েছিল৷ সোমবার ভোরে তারাই তাদের ডিমা হাসাও জেলায় ছেড়ে দেয়৷

আইজিপি (আইনশৃঙ্খলা) পিকে ভুইয়া জানান, জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট নামে নতুন এক জঙ্গি সংগঠন গজিয়ে উঠেছে৷ রংমাই নাগাদের এই সংগঠনটিই তিনজনকে অপহরণ করে কোয়ারির মালিক শংকর রায়ের কাছে মোটা অংকের অর্থ দাবি করে৷

দুই জেলার সমস্ত জঙ্গিগোষ্ঠী যখন আত্মসমর্পণ করে নিয়েছে, সে সময় কাছাড়-ডিমা হাসাও সীমা থেকে তিনজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা পুলিশকেও চিন্তায় ফেলে৷ আইজিপি (আইনশৃঙ্খলা) পিকে ভুইয়া শিলচরে এসে ঘাঁটি গাড়েন৷ কাছাড় ও ডিমা হাসাও জেলার পুলিশকে নিয়ে ব্যাপক তল্লাশি চালান৷ তাতেই আটচল্লিশ ঘণ্টার মধ্যে সাফল্য মেলে৷ ধরা পড়ার ভয়ে অপহরণকারীরা চালকদের মাহুরে চিরি নদীর তীরে দিগুণছড়ার কাছে লোদি কুকি এলাকায় ছেড়ে দিয়ে গা ঢাকা দেয়৷

অমিত ওরাঙ জানান, তাদের তিনজনেরই বাড়ি উধারবন্দ এলাকায়৷ শনিবার সকালে জঙ্গলঘেরা কোয়ারিতে কাজ করছিলেন৷ আচমকা বন্দুক হাতে দুষ্কৃতীদের একটি দল তাদের ঘিরে ফেলে৷ প্রথমেই চোখ বেঁধে নেয়৷ পরে একটি ট্রাকে তোলে৷ এক ঘণ্টা গাড়ি চড়ার পর তাদের নামিয়ে দেয়৷ এর পরই হেঁটে পাহাড় চড়া শুরু হয়৷ জায়গা বদলের জন্য বিভিন্ন স্থানে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়৷ শেষে সোমবার ভোর তিনটা নাগাদ তিনজনকেই এরা চলে যেতে বলে৷ শুধু একটাই নির্দেশ দেয়, পেছনে তাকাবে না৷ এগোতে থাকো৷ ওই ভাবেই তারা এগোতে এগোতে পাহাড় থেকে নেমে পড়েন৷ একটি গ্রাম পান৷ গ্রামবাসীদের সহায়তায় স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং বাড়ি ফিরে আসেন৷

আইজিপির কথায়, জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট মূলত মণিপুরের জঙ্গি সংগঠন৷ ওই রাজ্যেই তারা এই ধরনের কাজ করে৷ অসমের মাটিতে এটিই তাদের প্রথম অভিযান৷ শংকর রায়ের কাছ থেকে টাকা আদায়ের জন্যই তিনজনকে অপহরণ করা হয় বলে প্রাথমিক তদন্তে স্পষ্ট৷ প্রতি বছরই বড়দিনের আগে একদল জঙ্গি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে৷ এটাও টাকা তোলারই তাদের নতুন একটি কৌশল হতে পারে৷ তবে তদন্ত অব্যাহত রয়েছে৷ শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারির সুরে শুনিয়ে দেন পুলিশকর্তা৷

তবে এই অপহরণের ঘটনায় পাথর কোয়ারি সহ কাছাড় জেলায় উদ্বেগ দেখা দিয়েছে৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker