Barak UpdatesHappeningsBreaking News
কাগজ কল নিয়ে বিধানসভায় ঝড় তুলতে বরাকের বিধায়কদের আহ্বান
ওয়েটুবরাক, ৭ জুলাই : বরাক উপত্যকার এক মাত্র ভারীশিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজ কলকে রক্ষা করতে উপত্যকার নবনির্বাচিত বিধায়কদের একযোগে আগামী বাজেট অধিবেশনে সরব হওয়ার অনুরোধ জানিয়েছে শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি৷ তাদের কথায়, উপত্যকার ভবিষ্যৎ এই কাগজ কলের সাথে যুক্ত। রাজ্য সরকারের বৈষম্যের শিকার এই উপত্যকার বেকার যুবক যুবতীরা এমনিতেই সরকারি চাকরি পায় না। একমাত্র কাছাড় কাগজ কলে কিছু প্ৰত্যক্ষ নিয়োগের যে সম্ভাবনা ছিল তা এখন সম্পূৰ্ণ শেষ হতে চলেছে। এছাড়াও এই শিল্পের সাথে হাজার হাজার মানুষের জীবন জীবিকা জড়িত ছিল। আজ তাদের অর্ধাহারে, অনাহারে দিনযাপন করতে হচ্ছে।
তারা বলেন, বরাক উপত্যকার জনগণ শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটির ২০০৯ সাল থেকে শুরু হওয়া আন্দোলনে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার পেছনে অন্যতম কারণ ছিল এ অঞ্চলের বিপুল সম্পদকে ব্যবহার করে ব্রডগজ লাইন শিল্প বিকাশের নতুন পথ উন্মুক্ত করবে। পৃথিবীর সব দেশেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা শিল্প বিকাশে ভূমিকা পালন করেছিল৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই লাইনের কাজ সম্পন্ন হওয়ার পর পরই কাছাড় কাগজ বন্ধ হয়ে যায়। যার ফলে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যায়। তাই এই ভারী শিল্পের পুনর্বার চালুর সাথে যুক্ত রয়েছে এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা। তাই শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি বরাক উপত্যকার জন প্রতিনিধিদের প্রতি আবেদন জানায় যে বরাক উপত্যকার জনগণের স্বার্থে তারা বিধানসভায় ঝড় তুলুন তবেই ইতিহাস তাদের মনে রাখবে।