Barak UpdatesHappeningsAnalyticsBreaking News
কাউকে দোষারোপ করতে চান না দিলীপকুমার পাল
ওয়েটুবরাক, ৩ মেঃ এখন তিনি আক্ষরিক অর্থেই প্রাক্তন বিধায়ক। প্রচারে ব্যাপক সাড়া ফেললেও দিলীপকুমার পাল ভোট পেয়েছেন সাকুল্যে ১১২৬৮। বিজয়ী দীপায়ন চক্রবর্তী পেয়েছেন প্রায় এক লক্ষ ভোট। এর তুলনায় দিলীপবাবুর ভোট একেবারে নগণ্য। এতটা কম তিনি ভাবতে পারেননি। তাই বলে কাউকে দোষারোপ করতে নারাজ। না নিজের কর্মী, না সাধারণ ভোটারদের। বরং তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, সময়টা বড় কম পাওয়া গিয়েছে, সেটাই হয়েছে সমস্যার।
তাঁর ভোটপ্রাপ্তি সোনাইয়ের আশিস হালদার এবং লক্ষীপুরের থৈবা সিংহের চেয়ে অনেকটাই কম। একেও তিনি “ভগবানের ইচ্ছা” বলে মেনে নিচ্ছেন। দিলীপবাবু বলেন, “তাঁরা আসলে আগে থেকে টিকিট না মেলার ব্যাপারে নিশ্চিত হওয়ায় নির্দল হিসেবে ভোটের প্রস্তুতি নিয়েছিলেন। আমি তো মাত্র দিনকয়েক প্রচারের সুযোগ পেয়েছিলাম।” তবে হেরেও তিনি স্মরণ করেন, “ঈশ্বর সব কাজ মঙ্গলের জন্য করেন।”