India & World UpdatesHappeningsBreaking News

১০৭ জনকে নিয়ে করাচিতে ভেঙে পড়ল বিমান
Pakistani plane with 107 passengers crashes in Karachi

২২ মেঃ পাকিস্তানে শুক্রবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মোট ১০৭ জন তখন ওই বিমানে ছিলেন। ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু। করাচি শহরের আবাসিক এলাকায় বিমান ভাঙার ঘটনায় প্রচুর বাড়িঘরেরও ক্ষতি হয়েছে।
পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এক আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে যাচ্ছিল। গন্তব্য থেকে বিমানটি মাত্র এক মিনিটের দূরত্বে ছিল। দুই মাইল উত্তর-পূর্বে করাচির মডেল কলোনি নামে একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালগুলোতে জরুরিকালীন অবস্থা জারি করা হয়েছে।

Rananuj

করোনাভাইরাসের দরুন জারি লকডাউনে কয়েকদিন আগে পর্যন্ত দেশটিতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ছিল। সবে আবার শুরু হয়েছিল। রমজানের শেষে ঈদ উদযাপনের প্রস্তুতিতে অনেকেই এখন বাড়িতে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker