Barak UpdatesHappeningsCultureBreaking News
কর্মশালার তৃতীয় দিনে সেমিনার আয়োজন গৌড়ীয় নৃত্য ভারতীর
ওয়ে টু বরাক, ২৮ ডিসেম্বর : গৌড়ীয় নৃত্যকলা ভারতীর গৌরবের ১৫ বছর উপলক্ষে চার দিনব্যাপী ড.জয়িতা ভট্টাচার্য স্মৃতি কর্মশালার তৃতীয় দিন বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয়। এ দিন সেমিনারের উদ্বোধন করে বক্তৃতা দেন অধ্যাপক অর্জুন চৌধুরী। তিনি গৌড়ীয় নৃত্য বিষয়ে বিশদ আলোচনা করেন। ১৬ বছর ধরে মহুয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলার নৃত্যশৈলী পুনরুদ্ধার করতে মহুয়া মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরেন।
এই দিনের সেমিনারের বিষয় ছিল “ভারত বর্ষের নৃত্যে চৈতন্য দেবের প্রভাব”। মূল বক্তা মহুয়া মুখোপাধ্যায়। এক অসাধারণ বক্তব্যের মাধ্যমে বাংলার নাচ চৈতন্যদেব এবং চৈতন্যদেবের নৃত্যনাট্যের প্রভাব এবং সাহিত্যে সমস্ত ভারত বর্ষের নৃত্যশৈলী এক উচ্চমাত্রায় পৌছায়। এই বিষয়টিকে সাবলীল সাহিত্য সহজ সরলভাবে তুলে ধরেন গৌড়ীয় নৃত্যের স্রষ্টা ড. মহুয়া মুখোপাধ্যায়।
এই দিনের সেমিনারে গৌড়ীয় নৃত্যকলা ভারতীর ছাত্রছাত্রী ছাড়াও শহরের বিশিষ্টজনেরা এবং শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির নৃত্যশিল্পীরা ও উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সত্যজিৎ বসু জয়।