Barak UpdatesHappeningsBreaking News
করোনা সংকটের মধ্যে বিদেশি নোটিশ পাঠানো বন্ধের দাবি জানালো ভিএইচপি-বজরং
৩ অক্টোবর: করোনায় যখন জীবন-জীবিকা নিয়ে মানুষের নাভিশ্বাস উঠছে, সন্দেহজনক নাগরিক বলে উল্লেখ করে একাংশ মানুষকে বিদেশি ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো হচ্ছে৷ এতে ক্ষোভ প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল শনিবার সংগঠনের তরফ থেকে কাছাড়ের জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হয়।
পরিষদের কাছাড় জেলা কমিটির সম্পাদক মিঠুন নাথ বলেন, করোনা মহামারির মধ্যে যখন খেটে খাওয়া মানুষেরা বাঁচার জন্য জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ঠিক এই সময়ে বিদেশি ট্রাইবুনাল থেকে নোটিশ পাঠানোর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশেষ করে, হিন্দু সম্প্রদায়কে যেভাবে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে তা কোনও অবস্থায় মানা যায় না।
২০১৯ সালের নতুন নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরও এ ধরনের নোটিশ পাঠানোর ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেন মিঠুন নাথ। অবিলম্বে বিদেশি ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো বন্ধ করার দাবি জানান তিনি। আগামীতে যদি এভাবে নোটিশ পাঠানো না হয় তাহলে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।