Barak UpdatesHappeningsBreaking News

করোনার টিকা নিরাপদ, সন্দেহের ঊর্ধ্বে, বললেন সুভাষ চৌধুরী

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: করোনা বিধি কঠোর ভাবে মেনে চলাই এই অতিমারি থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায়৷ তাই সবাইকে করোনা বিধি চলার পরামর্শ দিলেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার শিলচর লোকাল চাপ্টারের প্রাক্তন চেয়ারম্যান সুভাষ চৌধুরী৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাকরণ কর্মসূচির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি৷ বিভিন্ন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধি হিসাবে কাজ করেছেন৷ এই পরিস্থিতিতে সুভাষবাবুর পরামর্শ, নিয়মিত মাস্ক পরুন৷ শারীরিক দূরত্ব বজায় রাখুন৷ ঘনঘন হাত ধুয়ে নিরাপদ থাকুন৷

ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার শিলচর লোকাল চাপ্টারের বার্ষিক সাধারণ সভা ছিল গত রবিবার৷ সেখানেই বিশেষ করোনা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন দেন সুভাষবাবু৷ তিনি ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের চরিত্র তুলে ধরেন৷ করোনার উৎস এবং বর্তমান ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন৷

সুভাষবাবু ভ্যাকসিন, এর স্টোরেজ, ট্রান্সপোর্টেশন এবং টিকাকরণ কর্মসূচি নিয়ে নিজের অভিজ্ঞতাসমৃদ্ধ মতামত তুলে ধরেন৷ তিনি দাবি করেন, করোনা প্রতিরোধে এখানে যে সব টিকা দেওয়া হচ্ছে, সেগুলি নিরাপদ৷ এ সবের কার্যকারিতা বিতর্ক ও সন্দেহের ঊর্ধ্বে৷

সেন্টারের চেয়ারম্যান গৌতম দত্তচৌধুরী এতে পৌরোহিত্য করেন৷ সম্পাদক বিশ্বজিৎ পুরকায়স্থ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন৷ এ দিনের পুরো কর্মসূচি সঞ্চালনা করেন সংস্থার সদস্য প্রদীপ দাশগুপ্ত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker