India & World UpdatesHappeningsBreaking News
করোনা বাড়ছে, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক
ওয়েটুবরাক, ২৫ এপ্রিলঃ বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থ হয়েছেন ১,৮৬২ জন। কেন্দ্রের কোভিড বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ০.৮৪ শতাংশ। এই সময়ে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১,০৮৩)। এর পর হরিয়ানা (৪১৭), কেরল (২৮১) এবং উত্তরপ্রদেশ (২১২)।
চিকিৎসকেরা টিকাকরণের উপর বিশেষ জোর দিতে বলেছেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তাঁরা। এমনকি শারীরিক দূরত্ববিধিও মেনে চলার নির্দেশ দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, করোনা ফের মাথাচাড়া দিচ্ছে সারা বিশ্বে। এই পরিস্থিতিতে কী ভাবে করোনা মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।