Barak UpdatesHappeningsBreaking News
করোনা বর্ষেও শ্রেষ্ঠ শিলচর রোটারি ক্লাব, সেরা এজি-সভাপতিও
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : ১৯৯৫ সালে শিলচরে প্রথম রোটারি ক্লাব গঠিত হয়৷ ২৬ বছরে এই অঞ্চলে রোটারির কাজকর্ম ব্যাপক প্রসার লাভ করেছে, বেড়েছে জনপ্রিয়তাও৷ সেখান থেকেই শিলচরে এই সময়ে পাঁচটি রোটারি ক্লাব তৈরি হয়েছে৷ এখানকার রোটারিয়ানদের জনপ্রিয়তা, বিশ্বাসযোগ্যতা এমন স্তরে পৌঁছেছে যে, একটি পূর্ণমাত্রার ব্লাড ব্যাঙ্ক তৈরির জন্য গ্লোবাল গ্রান্ট নিয়ে আসতে সক্ষম হয়েছেন তাঁরা৷ ১ লক্ষ ৫ হাজার ডলার ব্যয়ে কাছাড় ক্যানসার হাসপাতালে নির্মিত হচ্ছে ওই ব্লাড ব্যাঙ্ক৷
বৃহস্পতিবার শিলচর রোটারি ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ক্লাবের সদ্যপ্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিৎ ঘোষ৷ তাঁর আশা, এই বছরেই ব্লাড ব্যাঙ্কটি চালু হয়ে যাবে৷
চিরঞ্জিৎ ঘোষ বিদায়ী বছরে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-তে সেরা অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত হয়েছেন৷ এই রোটারি ডিস্ট্রিক্টে ১০০টি ক্লাব রয়েছে৷ এর মধ্যে বরাক উপত্যকা, ডিমা হাসাও, ত্রিপুরা এবং মিজোরামের ক্লাবগুলিকে নিয়ে জোন একাদশ৷ চিরঞ্জিৎ ঘোষের নেতৃত্বে ওই জোন বিদায়ী বছরে নানা দিক থেকে ছাপ রাখে৷
প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী পরিসংখ্যান দিয়ে বলেন, গোটা রোটারি ডিস্ট্রিক্টে ৫১২ জন নতুন সদস্য হয়েছেন৷ শুধু একাদশ জোনেই সদস্যপদ নিয়েছেন ১১৬ জন৷ ডিস্ট্রিক্টে ১০ হাজার ডলারের বেশি দান করেছেন ২২জন৷ তাঁদের মধ্যে ৭ জন জোন একাদশের৷ ডিস্ট্রিক্টে নতুন ক্লাব হয়েছে ৮টি৷ জোন একাদশে হয়েছে ৩টি৷
চিরঞ্জিৎ ঘোষ যেমন জোনগুলির মধ্যে সেরা হয়েছেন, তেমনি ক্লাবগুলির মধ্যেও সেরা হয়েছে শিলচর রোটারি ক্লাব৷ সেরা ক্লাব সভাপতি হয়েছেন শিলচরের সভাপতি (বর্তমানে সদ্যপ্রাক্তন) তাপসকুমার রায়৷ তিনি এবং তাঁর পরিচালিত ক্লাব ডিস্ট্রিক্ট গভর্নরের শংসাপত্র লাভ করেছে৷ শংসাপত্র পেয়েছেন এই ক্লাবেরই দুই সদস্য তথা দুই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর নির্মলেন্দু কর পুরকায়স্থ ও তৈমুর রাজা চৌধুরী৷ এ ছাড়া, শান্তি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে গভর্নরের শংসাপত্র লাভ করেছে রোটারিয়ান সন্তান হার্দিক পাল৷
বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর শংকর দেব, শিলচর রোটারি ক্লাবের বর্তমান সভাপতি গৌতম পাল, আগামী বছরের সভাপতি রামানুজ গুপ্ত, সার্ভিস প্রজেক্ট চেয়ারম্যান ফখরুল আলম মজুমদার প্রমুখ৷