Barak UpdatesHappenings
করোনা দুর্যোগেও ত্রাণ পাচ্ছেন না অনেকে, অভিযোগ এসইউসিআইর
২৮ এপ্রিল: কাছাড় জেলায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ করল এসইউসিআই৷ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা অবিলম্বে সে সব দূর করার দাবি জানান।
তারা বলেন, কেন্দ্র সরকার লক ডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া জনগণের সাহায্যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে৷ তাতে বলা হয়, খাদ্য সুরক্ষা প্রকল্পের হিতাধিকারীদের অতিরিক্ত পাঁচ কেজি চাল, দু কেজি আটা ও এক কেজি ডাল আগামী তিন মাস দেওয়া হবে । এছাড়াও কার্ডবিহীন পরিবারকে এক হাজার টাকা আগামী তিন মাস প্রদান করা হবে । এসইউসিআইর অভিযোগ, কাছাড় জেলায় রেশন কার্ডধারীদের এখন পর্যন্ত অতিরিক্ত ডাল ও আটা প্রদান করা হয়নি । বহু রেশন ডিলার চাল প্রদানের ক্ষেত্রেও সরকারি নিয়ম উলঙ্ঘন করেছে।
এসইউসিআইর বক্তব্য, ২০১১ সালের লোকগণনা অনুসারে খাদ্য সুরক্ষার যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে এখন বহু পরিবর্তন এসেছে । বহু দরিদ্র পরিবার এই তালিকায় নেই, বর্তমানে সেই সব দরিদ্র পরিবারের মানুষ সরকারের সব ধরনের সাহায্য পাওয়া থেকে বঞ্চিত। এমনকি কার্ডছাড়াদের তালিকা প্রস্তুতের ক্ষেত্রেও চূড়ান্ত স্বজন পোষন করা হয়েছে বলে শোনান তারা৷ বলেন, এই চরম সংকটের মুহূর্তেও অনেকে কোনও ধরনের সাহায্য পাননি । অঙ্গনওয়াদি কেন্দ্রে যে সব শিশুরা পড়াশোনা করে তাদের রেশন প্রদানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিভাগের কোনও স্পষ্ট বক্তব্য না থাকায় বিভিন্ন সেন্টারে বিভিন্ন পরিমাণে রেশন প্রদানের ফলে অঙ্গনওয়াদি কর্মী, সহায়িকা ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে । এসইউসিআইর পক্ষ থেকে জেলাশাসককে সরকারি সাহায্যের পরিমাণ স্পষ্ট করে জনগণকে অবগত করানো ও কোনও ধরনের স্বজনপোষন না করে জনগণের প্রাপ্য সামগ্রী প্রদান করার দাবি জানানো হয় ।