NE UpdatesHappeningsBreaking News
করোনায় আক্রান্ত ট্রাকচালক কোথায় গেলেন, খুঁজে দেখবে ত্রিপুরা সরকার
কায়স্থগ্রামের চালক নেগেটিভ হলে পজিটিভ কে, দুশ্চিন্তায় সাধারণ জনতা
11 মেঃ করোনায় আক্রান্ত বলে ত্রিপুরা সরকার করিমগঞ্জের কায়স্থগ্রামের যে ট্রাকচালকের কথা জানিয়েছিল, ওই চালককে খুঁজে বের করে তার লালারস পরীক্ষা করা হয়৷ করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি জানিয়েছেন, তিনি মোটেও করোনা রোগী নন৷ তার লালারস নেগেটিভ এসেছে৷ ত্রিপুরা সরকার প্রথমে করিমগঞ্জের এই রিপোর্টকে গুরুত্ব দিতে চায়নি৷ পরে সাংবাদিকরা চেপে ধরলে ত্রিপুরা মন্ত্রিসভার মুখপাত্র রতনলাল নাথ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে৷
কায়স্থগ্রামের ট্রাকচালকের নেগেটিভ রিপোর্টে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা৷ কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ জনতা, তাহলে যে চালকের করোনা ধরা পড়েছে, তিনি এখন কোথায় ? তিনি কি ত্রিপুরাতেই ঘুরে বেড়াচ্ছেন ?