Barak UpdatesBreaking News

মা টের পাওয়ার আগেই গর্ভে সন্তানের হৃদস্পন্দন শুরু হয়ে যায়!

২৫ ডিসেম্বর: গর্ভে সন্তান আসার কতদিন পরে তার হৃদস্পন্দন শুরু হয়? কেউ বলেন তিনমাস, কেউ জানান পাঁচ মাস৷ উত্তরদাতাদের অধিকাংশ এরই মধ্যে মা হয়ে গিয়েছেন৷ তাঁরা হিসাব করেছেন গর্ভস্থ সন্তানের নড়াচড়া থেকে৷ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, আসাম হার্ট কেয়ার সোসাইটির সভাপতি ডা. নির্মলকুমার ভট্টাচার্য জানান, কেউ মা হতে চলেছেন, তা তিনি জানার আগেই গর্ভে হৃদস্পন্দন শুরু হয়ে যায়৷

ওয়ার্ল্ড উওম্যান হার্ট কেয়ার মান্থ উপলক্ষে সোমবার গোলদীঘি মলের বাতায়ণ প্রাঙ্গণে এক সচেতনতা সভার আয়োজন করে হার্ট কেয়ার সোসাইটি৷ সহযোগিতায় নেতাজি সুভাষ মঞ্চ, ইনার হুইল ক্লাব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা৷ সেখানে নির্মলবাবুই ছিলেন প্রধান বক্তা৷ সঙ্গে লায়ন সুভাষ চৌধুরী৷ কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা এই সভার সূচনা করেন৷ মঞ্চে উপস্থিত ছিলেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ মণিকা দেব, ডা. আলপনা চৌধুরী, সমাজকর্মী সাধন পুরকায়স্থ, সুমিতা সোম ও উমা কর৷

শুরুতেই সবাইকে বরণ করে নিয়ে স্বাগত ভাষণ দেন হার্ট কেয়ার সোসাইটির সহসভাপতি স্বর্ণালী চৌধুরী৷ শুভলক্ষী চৌধুরী গেয়ে শোনান মানুষ মানুষের জন্য…৷ জেলাশাসক শর্মা বলেন, মা বা স্ত্রীরা বাড়ির অন্য সকলের সুখসুবিধা দেখতে গিয়ে নিজের দিকে একেবারে খেয়াল দেন না৷ তাতেই বিপত্তি বাঁধে৷

ডা. নির্মল ভট্টাচার্য বলেন, প্রসূতিদের মৃত্যুর জন্য প্রসূতিজনিত জটিলতার চেয়ে হৃদরোগই বেশি দায়ী৷ তাই মহিলাদের হৃদরোগের ব্যাপারে বেশি সচেতন থাকতে পরামর্শ দেন তিনি৷ বলেন, একবার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে তা পুরো সেরে ওঠে না৷ তাই সারাই না করে তাঁর প্রতি আগে থেকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন৷ ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেন লায়ন সুভাষ চৌধুরী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker