India & World UpdatesHappeningsBreaking News
করোনার পাশাপাশি যক্ষ্মা নির্মূলেও গুরুত্ব দিচ্ছে কেন্দ্র
২৪ এপ্রিল: গোটা দেশে রয়েছে করোনা আতঙ্ক। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাস আক্রান্তদের পরিষেবায় রাতদিন ব্যস্ত।এককথায়, সবার কাছে করোনা প্রতিরোধই এখন মুখ্য। তবে এই জরুরি পরিস্থিতিতেও করোনার পাশাপাশি যক্ষ্মা রোগ নির্মূলের ওপর সমান গুরুত্ব দিচ্ছে সরকার। করোনার জন্য যাতে যক্ষ্মা প্রতিরোধমূলক পরিষেবায় অসুবিধে না হয়, এদিকে নজর রয়েছে কেন্দ্রের।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এ সংক্রান্ত এক নির্দেশ জারি করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মন্ত্রক চিঠি দিয়ে জানিয়েছে, কোভিড-১৯ জরুরি পরিস্থিতি সত্ত্বেও রাজ্য জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির নিয়মিত কাজকর্ম যাতে ব্যাহত না হয়। এর আওতাভুক্ত সবরকমের সুবিধা যেন পৌঁছায় আমজনতার কাছে। পাশাপাশি যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় যাতে খামতি না হয়, বিষয়গুলো খতিয়ে দেখা ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রক।
সম্প্রতি যাঁদের যক্ষ্মা ধরা পড়েছে বা বর্তমানে যাঁরা চিকিৎসাধীন আছেন, সব রোগীকে একসঙ্গে এক মাসের ওষুধ সরবরাহ করার জন্য সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে রোগী স্বাস্থ্যকেন্দ্রে আসতে না পারলে ঘরে ওষুধ পৌঁছানোর কথাও বলা হয়েছে নির্দেশিকায়। করোনা মহামারি ও লকডাউনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে যক্ষ্মা রোগীদের পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ সুনিশ্চিত করতে বলেছে মন্ত্রক। যে কোনও যক্ষ্মা রোগী ১৮০০-১১-৬৬৬৬ টোল-ফ্রি নম্বরে ফোন করতে পারেন। নির্দেশিকা / পরামর্শগুলি বিস্তারিত জানতে খোঁজ করতে পারেন www.tbcindia.gov.in ওয়েবসাইটে।