Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ সিভিল হাসপাতালে কোভিড ভ্যাকসিনের জন্য চারটি কাউন্টার
ওয়েটুবরাক, ২১ এপ্রিল: করিমগঞ্জ সিভিল হাসপাতালে কোভিড ভ্যাকসিনের জন্য চারটি কাউন্টার খোলা হয়েছে। প্রতিটি কাউন্টারে ১০০ জন করে দৈনিক ৪০০ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। হাসপাতালের দ্বিতলে প্রথম ও দ্বিতীয় কাউন্টারে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে এবং দ্বিতলের তৃতীয় কাউন্টারে ও ত্রিতালের চতুর্থ কাউন্টারে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ভ্যাকসিন এর জন্য অতিরিক্ত ভিড় হওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে বুধবার এই সূচি ঘোষণা করা হয়েছে ।
এতে জানানো হয়েছে, ভ্যাকসিন নিতে আসা নাগরিকদের ওপিডি কাউন্টার থেকে স্লিপ গ্রহণ করতে হবে। রেট টেস্টও করতে হবে । যদি রেট টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে তবেই ভ্যাকসিন দেওয়া হবে ।ভ্যাকসিন প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে দুপুর একটা এবং দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেওয়া হবে। এর জন্য টোকেন নিতে হবে।তবে ভ্যাকসিন স্টকে থাকলেই দেওয়া হবে বলে জেলাপ্রশাসন জানিয়েছে।পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা নাগরিকদেরকে তাদের যথাযথ আইডেন্টিটি কার্ড যেমন ভোটার আইডি, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে । জনসাধারণকে ভ্যাকসিনের জন্য হুড়োহুড়ি না করে হাসপাতালের সঙ্গে সহযোগিতা করতে জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।