Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ জেলার পাঁচ জায়গায় পোস্টাল ভোটিং সেন্টার
March 8, 2021

ওয়েটুবরাক, ৮ মার্চ: করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা এলাকায় পাঁচটি পোস্টাল ভোটিং সেন্টার আগামী ২৬ চালু হবে। তিনদিন কাজ হবে ওই সব সেন্টারে৷ এতে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এসেন্সিয়াল সার্ভিস হিসেবে ঘোষিত অগ্নিনির্বাপক বাহিনী, বিএসএনএল, রেলওয়ে, মেডিকেল ইত্যাদি কয়েকটি বিভাগের কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দান করতে পারবেন। আসন্ন বিধানসভা নির্বাচন সুন্দর এবং সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মূলত ঘোষিত অ্যাসেনশিয়াল সার্ভিস বিভাগগুলির কর্মী ভোটারদের সুবিধার জন্য এই সেবা চালু করা হয়েছে। পাঁচটি বিধানসভা এলাকার পাঁচটি পোস্টাল ভোটিং সেন্টার হল রাতাবাড়ি বিধানসভা এলাকার জন্য আনিপুরের নারায়ণ নাথ এইচ এস স্কুল। পাথারকান্দি বিধানসভা এলাকার জন্য পাথারকান্দি সার্কেল অফিস। উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার জন্য জেলা সদরের সরকারি এইচ এস স্কুল। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার জন্য নিলাম বাজার ডাক বাংলো। আর বদরপুর বিধানসভা এলাকার জন্য নবীনচন্দ্র কলেজ।
