Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে বাইক থেকে পড়ে গেলেন মন্ত্রী পীযূষ

ওয়েটুবরাক, ২২ জুলাই : বাইকের পেছনে বসে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার বিভিন্ন জলসম্পদ প্রকল্প, নদীবাঁধ ঘুরে দেখছিলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা৷ সিংলা নদীতীরের নালারপার গ্রামে আচমকা বাইকটি পিছলে যায়৷ মাটিতে পড়ে যান মন্ত্রী হাজরিকা৷   কোনও চোট লাগেনি অবশ্য৷ মুহূর্তে উঠে দাঁড়ান৷ পরে আর মোটর সাইকেলে চাপেননি৷ হেঁটে যান অনেকটা পথ৷ পরে বললেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যার জলে নেমে মানুষের খোঁজখবর নেন৷ তাঁর মন্ত্রীরাও মানুষের কাছাকাছি থাকতেই ভালবাসেন৷ বাইক থেকে পড়ে যাওয়া একটা ছোট্ট দুর্ঘটনামাত্র ৷

Rananuj

জলসম্পদ মন্ত্রী হাজরিকা বৃহস্পতিবার সকালে করিমগঞ্জের ভাষাশহিদ স্মৃতিসৌধে শহিদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের উদ্দেশে শ্রদ্ধা জানান৷ অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ১৯৮৬ সালের ২১ জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্তকে কালোপতাকা দেখাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker