Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

করিমগঞ্জে পথকুকুরদের গলায় রেডিয়াম বেল্ট!

ওয়েটুবরাক, ২৬ জুন: করিমগঞ্জ শহরের রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরদের ধরে গলায় রেডিয়ামের বেল্ট পরিয়ে দিচ্ছে দুই পশুপ্রেমী সংগঠন৷ ‘ফিড দ্য স্ট্রে’, এবং ‘ফ্রেন্ডস ফাউন্ডেশন’৷

Rananuj

দুই সংগঠনের সভ্যরা জোট বেঁধে কুকুরদের সড়ক দুর্ঘটনা থেকে বাঁচানোর উপায় খুঁজছিলেন৷ শেষে রেডিয়ামের (আসলে রেডিয়াম জাতীয় রিফ্লেক্টর) বেল্ট কেনেন তাঁরা৷ দুদিন ধরে তাঁরা বের হচ্ছেন পথ-কুকুরদের বেল্ট পরাতে৷ এ কম মুশকিলের কথা নয়৷ একের পর এক বিস্কুট সাবাড় করে নেয়, কিন্তু গলা ছুঁতে দেয় না৷ বেল্ট দেখলে সাত হাত দূরে সরে দাঁড়ায়৷ বহু আদরযত্ন করে একদিনে ৭-৮টি কুকুরকে বেল্ট পরাতে পেরেছেন৷ তাঁরা জানান, ৩০টি বেল্ট এনেছেন৷ সব কুকুরকে বেল্ট পরানোই তাদের লক্ষ্য৷ প্রতিদিন বেরোবেন, চেষ্টা করে যাবেন৷

রেডিয়ামের বেল্ট পরা থাকলে রাতের বেলা দূর থেকে চালকরা কুকুরকে দেখতে পাবেন এবং আগে থেকে সতর্ক হতে পারবেন৷ তাতে কমবে পথকুকুরের মৃত্যুর সংখ্যা, জানান পশুপ্রেমী তরুণ-তরুণীরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker