Barak Updates
করিমগঞ্জে নতুন ভোটারদের জন্য সেলফি কনটেস্ট, পরিবার নিয়ে রেস্তোরাঁর খাবারেও ছাড়

১১ এপ্রিল : লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলার সদ্য ভোটাধিকার প্রাপ্ত ভোটদাতা্দের উৎসাহিত করতে করিমগঞ্জ জেলা প্রশাসন এক সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই সেলফি কনটেস্টের বিজয়ীদের বিনামূল্যে টি শার্ট, জেলাশাসকের পক্ষ থেকে সার্টিফিকেট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। এই সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নতুন ভোটার যারা প্রথমবার ভোট দেবেন, তাঁরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটদান প্রক্রিয়ার দৃশ্য পেছনে রেখে সেলফি তুলতে হবে। পাশাপাশি ওই সেলফিতে ভোটার আইডি কার্ড বা এপিক এবং আঙুলে ভোটের কালির ছাপ থাকতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এই নিয়মগুলো মেনে সেলফি সহ www.facebook.com/ Karimgang Loksabha Selfie Contest পোর্টালে আপলোড করতে আবেদন জানানো হয়েছে।
করিমগঞ্জ জেলা প্রশাসন সূত্রে বলা হয়, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে ২০ জনকে পুরস্কৃত করা হবে। ১৮ এপ্রিল ভোটদানের দিন সকাল ৯টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সেলফি আপলোড করা যাবে। ফলাফল ঘোষণা করা হবে ২৫ এপ্রিল এবং পুরস্কার দেওয়া হবে ২৬ এপ্রিল।
এদিকে প্রথমবার ভোটদানকারীদের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে করিমগঞ্জের প্রসিদ্ধ কিছু রেস্তোরায় ২০ শতাংশ ছাড়ের ব্যাবস্থা করা হয়েছে। একইসঙ্গে গোল্ড সিনেমা হলেও যে কোনও শোর টিকিটে ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। এখানেও ভোটার আইডি কার্ড, আঙুলে ভোটদানের কালির ছাপ ও ভোটকেন্দ্রের ছবি পেছনে রেখে সেলফি তুলতে হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সের নতুন ভোটাররা নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের ক্ষেত্রে এই ছাড় পাবেন। এই অফার ২০ ও ২১ এপ্রিল বৈধ থাকবে।