Barak UpdatesAnalyticsBreaking News
করিমগঞ্জে ত্রাণ শিবির থাকা ও বন্যাপ্লাবিত শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন পর্যন্ত বন্ধ
ওয়ে টু বরাক, ২৭ জুন : করিমগঞ্জ জেলার ৯৩টি বিদ্যালয়ে ত্রাণ শিবির চালু রয়েছে এবং ২৭০টি বিদ্যালয় বন্যার জলে প্লাবিত রয়েছে। ওই বিদ্যালয়গুলি আগামী ২৯ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। জেলার বাকি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি নিয়মিত পাঠদান চলবে বলে জানানো হয়েছে।
করিমগঞ্জের জেলা কমিশনার এক আদেশ জারি করে বিদ্যালয় সমূহের পরিদর্শক, বিদ্যালয় সমূহের উপপরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক সহ সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়গুলির তালিকা সহ এই নির্দেশ জানিয়ে দিয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকছে বলে জানানো হয়েছে।