NE UpdatesHappeningsBreaking News

আগরতলায় মিছিলে নজর কাড়লেন বামেরা

ওয়েটুবরাক, ১২ জুন : বিধানসভা ভোট যত এগোচ্ছে, বাম শিবির ততই শক্তি প্রদর্শনে নজর কাড়ছে৷ শনিবার ১১ দফা দাবিতে রাজভবন অভিযানের অঙ্গ হিসাবে যে মিছিল করল, তাতে অনেকের চোখ ছানাবড়া৷ ওই মিছিল ছিল শুধু সিপিএমের শাখা সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ইয়ুথ ফেডারেশনের৷ আগরতলা মেলার মাঠ থেকে মিছিল হয় সার্কিট হাউস এলাকা পর্যন্ত৷ সামনের সারিতে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, অঘোর দেববর্মা, রাধাচরণ দেববর্মা প্রমুখ৷

তবে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান হয়নি৷ রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয়, একে দ্বিতীয় শনিবার সরকারি ছুটির দিন৷ এর ওপর তিনি অসুস্থ৷ বিস্মিত হন সিপিএম নেতারা৷ জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার রাজ্যপালকে রাবার স্টাম্প বলে অভিযুক্ত করেন৷  পরে জমায়েতে জিতেন্দ্র তিপরা মথার সমালোচনা করে বলেন, গ্রেটার তিপরাল্যান্ড বা পৃথক রাজ্য ত্রিপুরায় সম্ভব নয়৷ কিন্তু এই সব কথা বলে মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মণ জাতি-উপজাতি বিভেদ বাড়াচ্ছে৷

তাঁর কথায়, ত্রিপুরার জনজাতিদের উন্নতির জন্য স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতা বাড়াতে হবে৷ সে জন্য সংবিধানের ১২৫-তম সংশোধনী বিলকে আইনে রূপান্তরিত করতে হবে৷

মানিক সরকার বলেন, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে৷ জনজাতি এলাকা স্বশাসিত পরিষদে উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে৷ এমজিএনরেগার কাজ পাচ্ছে না মানুষ৷ সামান্য কিছু কাজ মিললেও, এর মজুরিতে ভাগ বসাচ্ছেন বিজেপির মণ্ডল নেতারা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker