১৩ ফেব্রুয়ারি: করিমগঞ্জ জেলায় ড্রপ আউট পড়ুয়াদের পুনরায় শিক্ষাদানের জন্য ২৬টি অনাবাসী শিক্ষাঙ্গন চালু হয়েছে। শিক্ষা ছেড়ে দেওয়া শিক্ষার্থীদের এই বিদ্যালয়গুলিতে ফিরিয়ে এনে তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে। জেলার গ্রামাঞ্চলে এই শিক্ষাঙ্গনগুলির পাঠদান শুরু হয়েছে। রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অধীন ৭৬০ নং চরগোলা এলপি স্কুলের এই কর্মসূচির উদ্বোধন করেন সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার সাহাব উদ্দিন চৌধুরী। উদ্বোধনী ভাষণে চৌধুরী ওই কেন্দ্রের পরিচালক ভলান্টিয়ারকে ড্রপ আউট শিক্ষার্থীদেরকে অধ্যয়নের সুযোগে মূলস্রোতের শিক্ষাব্যবস্থায় ফিরিয়ে আনতে যত্নশীল হবার পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে চা-শ্রমিক সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং পঞ্চায়েত কর্মকর্তারা অংশ নেন৷ উল্লেখ্য, স্কুলে ১৬৯ জন স্টুডেন্ট অধ্যায়ন নিচ্ছেন।