Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের হ্যান্ডলুম সামগ্রী বাইরে পাঠানোর প্রস্তাব জেলাশাসকের
১২ ফেব্রুয়ারি: করিমগঞ্জের উৎপাদিত হ্যান্ডলুম সামগ্রী রফতানি করতে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হবে। জেলার ঐতিহ্যবাহী এই বয়ন সামগ্রী গুলির উৎপাদনকারী সংস্থা এবং এসএসচজিগুলি যদি চায় তবে সরকার থেকে তা রফতানির ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার জেলার বয়ন সামগ্রীগুলি বাজারজাত করতে শহরের টাউন কালীবাড়ি ময়দানে আয়োজিত এক প্রদর্শনী, বিক্রয় স্টল ও মেলার উদ্বোধন করে করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপি একথা জানান। মেলার ১৫ টি স্টল ঘুরে দেখেন ডিসি।
উদ্বোধনী ভাষণে বয়ন সামগ্রী গুলির কারিগরি মান আরও উন্নত করার পরামর্শ দেন তিনি। সভায় প্রাসঙ্গিক বক্তব্যে এডিসি নিসার্গ হিভারে প্রডাক্ট গুলির ভ্যালু আরও বাড়ানোর পরামর্শ তুলে ধরেন। এছাড়া সভায় ২ বোর্ড অফ গভর্নরস সদস্য মিহির দেবনাথ ও স্থানীয় হোলসেল কভারেটিব সোসাইটির চেয়ারম্যান সুব্রত দেব জেলায় হ্যান্ডলুম বিভাগের কাজকর্ম তুলে ধরেন।মিহির দেবনাথ বলেন জেলায় চুরাশিটি বয়ন সমিতি কর্মতৎপর রয়েছে এবং এর থেকে দশটি সমিতি মেলায় অংশ নিচ্ছে। এছাড়া, মেলায় রয়েছে আরও পাঁচটি এসএইচজি। শুরুতে বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাধব শর্মা স্বাগত ভাষণ দেন।