Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জের গ্রামে গ্রামে ত্রাণ বিতরণ করছে রামকৃষ্ণ মিশন

ওয়েটুবরাক, ১৮ জুন: আর্তের সেবায়, অসহায় মানুষের পাশে রয়েছে ‘করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশন’ ।  গত বছর লকডাউনের প্রথম দিন থেকেই  জেলার বিভিন্ন প্রান্তের দুঃস্থ ও অসহায় মানুষদের ধারাবাহিকভাবে তুলে দেওয়া হয়েছিল ত্রাণসামগ্রী। এবারও একইভাবে স্থানে স্থানে চলছে ত্রাণ বিতরণ৷

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে একটানা এগারো দিন বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে৷ মঙ্গলবার ভারত-বাংলা সীমান্তের তেশুয়া দলগ্রামের ১৬০ জন গৃহস্থের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের অফিস থেকে এই ত্রাণসামগ্রী নিয়ে সকালবেলা স্বেচ্ছাসেবকদের নিয়ে উপস্থিত হন স্বামী শ্যামলানন্দ মহারাজ। এ দিন আশ্রম প্রাঙ্গণেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ ভয়াবহ সঙ্কটে দিনযাপন করা পরিবহন শ্রমিকদের পাশেও দাঁড়িয়েছে করিমগঞ্জের মিশন৷

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী প্রভাসানন্দ মহারাজ বলেন, নিরন্ন অসহায় পীড়িত নরনারায়ণের সেবা করাই আমাদের লক্ষ্য। গত বছরের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি মানুষ, এর মধ্যে পুনরায় এ বছর শুরু হয়েছে মিনি লকডাউন৷ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত । আর তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় টানা এগারো দিন থেকে গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান সচিব মহারাজ । তাঁর কথায়, এবার ১২ লক্ষ টাকা বাজেট ধার্য করে কয়েক হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। শেষপর্যন্ত সে খরচ ১৪ লক্ষ টাকায় গিয়ে পৌঁছাতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker