NE UpdatesHappeningsBreaking News
শান্তির বাজারে মানিক সরকারের কনভয়ে হামলা
১১ মে : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলা চালিয়েছে একদল লোক। পশ্চিম ত্রিপুরার শান্তির বাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে। সিপিএম অভিযোগ করেছে, এই হামলার পেছনে বিজেপি কর্মীরা রয়েছে। এ দিন মানিক সরকারের সঙ্গে ছিলেন বিধানসভায় বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, বিধায়ক শোধন দাস ও প্রাক্তন সাংসদ নারায়ন কর।
সিপিএম আরও অভিযোগ করে, শান্তির বাজার এলাকায় মানিক সরকার পৌছার আগে থেকেই সেখানে বহু সংখ্যক বিজেপি কর্মী অপেক্ষারত ছিলেন। এদের মধ্যে বেশ কিছু সংখ্যক মহিলাকেও দেখা গেছে। মানিক সরকারের কনভয় সেখানে পৌছামাত্র বিজেপি কর্মীরা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যদের লক্ষ্য করে গালিগালাজ দিতে শুরু করে এবং তাদের দিকে বোতল ও পাটকেল ছুড়তে শুরু করে।
মানিক সরকার বলেন, ওরা যেভাবে আক্রমণ করেছে, তা কোনভাবেই মানা যায় না। আর আক্রমণের ধরণ দেখে মনে হচ্ছে, এটা পুরোপুরি আগে থেকে পরিকল্পনা করে নেওয়া হয়েছিল। বিজেপি নেতাদের ইঙ্গিতেই এসব হয়েছে। এই হামলার ঘটনায় মানিক সরকারের কনভয়ের দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ত্রিপুরার আইনমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রতনলাল নাথ সিপিএম-এর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।