৩ মার্চ: ভারতীয় রাজস্ব সেবার আধিকারিক সজিত কুমার পি আসন্ন নির্বাচনের জন্য করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের এক্সপেন্ডিচার অবজারভার হিসাবে নিয়োজিত হয়েছেন৷ আগামীকাল বৃহস্পতিবার তিনি করিমগঞ্জে আসছেন। জেলা শিল্প কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দীনেশ কামান তাঁর প্রটোকল অফিসার হিসেবে কাজ করছেন বলে জেলা জনসংযোগ জানিয়েছে৷
error: Content is protected !!