NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার দুই উল্লুকের মৃতদেহ, বিদ্যুতের ছোবলে জখম এক
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই হুলক গিবন তথা উল্লুকের৷ করিমগঞ্জ জেলার মোকামটিলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের পাশে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনটি উল্লুককে পড়ে থাকতে দেখেন বিএসএফ জওয়ানরা৷ খবর দেন বনবিভাগকে৷ তাঁরা জানান, দুটোকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ তৃতীয়টিও জখম হয়েছিল৷ একে পাথারকান্দি ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসার পর ফের জঙ্গলে ছাড়া হয়েছে৷ আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী জানান, উল্লুক বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত৷ এদের এখন বরাক উপত্যকা, উজান অসম, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের জঙ্গলে দেখা যায়৷ তিনি বলেন, ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী মোকামটিলা পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্ট লাগোয়া। এলাকাটিতে যেহেতু দুই দেশের সীমানা জুড়ে কাঁটাতারের বেড়া এবং বি এস এফের প্রহরায় রয়েছে, তাই অ্যানথ্রপজেনিক ডিস্টার্বেন্স এখানে নেই, এবং এজন্যই মোটামুটি ভাল সংখ্যায় উল্লুক এলাকাটিতে রয়েছে। সীমান্ত এলাকা নিষেধাজ্ঞার দরুন এলাকাটিতে বিজ্ঞানসম্মত কোনও অধ্যয়ন চালানোও সম্ভব হচ্ছে না।
তবে বনকর্তাদের কাছে স্বস্তির কথা, দুইটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেও একটিকে বাঁচানো গিয়েছে৷ এদের জীবনের নিরাপত্তা নিয়ে বনবিভাগ নতুন করে ভাবছে বলে জানান বিভাগীয় কর্তারা৷ তবে কোনও পাচারকারী বা অন্য কোনও চক্র এর সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা তাঁরা উড়িয়ে দেন৷