Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে অশীতিপর ভোটারদের বাড়ি যেতে বিএলওদের নির্দেশ
February 20, 2021
২০ ফেব্রুয়ারি : ভোটদানের নির্দিষ্ট দিনের আগেই বিএলও (বুথ লেভেল অফিসার)-দের নিজ নিজ এলাকায় থাকা আশি বছরের উর্ধ্বের ভোটার, শারীরিকভাবে সক্ষম ভোটারদের বাড়ি ভালোভাবে জেনে নিতে হবে । বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিএলও এবং সেক্টর অফিসারদের দুটি পর্যায়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। জেলার ১০১১ জন বিএলও এবং ৮১ জন সেক্টর অফিসারকে এই প্রশিক্ষণ প্রদান করা হয় । মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ড.অঞ্জন দত্ত, পবিত্র দেব প্রমুখ এদিনের প্রশিক্ষণে বিএলও দের দায়িত্ব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় ।
বিএলওদের হাতে এদিন ব্যালট পেপারের জন্য আবেদনের প্রপত্র তুলে দেওয়া হয় । পাশাপাশি তাদের এলাকার অশীতিপর এবং শারীরিক ভাবে সক্ষম ভোটারদের এক তালিকা বিএলওদের হাতে তুলে দেওয়া হয় । সভায় সকল বিএলওদের জানানো হয়, নির্বাচন ঘোষণার সাথে সাথে ফর্মগুলি নির্দিষ্ট ভোটারের কাছে পৌঁছে দিতে হবে। ফর্ম দেওয়ার সময় কীভাবে ফর্ম পূরণ করতে হবে সে ব্যাপারেও ভোটারদের সাহায্য করতে বলা হয় । সেই ফর্মগুলি নির্বাচন ঘোষণার দিন থেকে পাঁচ দিনের মধ্যে সংগ্রহ করে জমা দিতে হবে ।
অন্যদিকে, ওই ভোটারদের ফর্মের সঙ্গে কী কী নথি জমা দিতে হবে তাও জানিয়ে দিতে হবে। বিএলওরা ফর্ম জমা দেওয়ার পর পোস্টাল ব্যালট সেল থেকে ফর্ম ও নথি যাচাই করে পোস্টাল ব্যালট ইস্যু করা হবে৷
এ বারের নির্বাচনে যে বিএলওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা সবাই গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তাই তাদের নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে আহ্বান জানানো হয় । তাছাড়া বিএলওদের সেক্টর অফিসারদের সঙ্গ সময়ে সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে ।