Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জেও ১ হাজার কোভিড-শয্যা তৈরি রাখতে পীযূষের নির্দেশ
২১ জুলাই: কাছাড়ের মত করিমগঞ্জেও কোভিড রোগীদের চিকিৎসার জন্য এক হাজার শয্যার ব্যবস্থা করতে বলে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা৷ তিনি এ দিন করিমগঞ্জে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন৷ করোনায় আক্রান্তদের খাবার ও চিকিৎসাকেন্দ্র সাফাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে পরামর্শ দেন মন্ত্রী হাজরিকা৷ জেলাশাসক আনবুমাথান এমপি জানান, রোগীর তুলনায় এই সময়ে শয্যার ব্যবস্থা প্রচুরই রয়েছে৷ কচুয়াদাম মডেল হাসপাতাল ও বদরপুরের সেন্ট্রাল পাবলিক স্কুল কোভিড চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে৷ এর পরও পলিটেকনিক এবং জওহর নবোদয় বিদ্যালয়ের সঙ্গে কথা হয়েছে। ফলে অসুবিধে হবে না। মন্ত্রী পুলিশ সুপারকে মাস্ক পরিধানের ব্যাপারে কড়া হতে বলেন। মাস্ক না পরলেই এক হাজার জরিমানা করতে নির্দেশ দেন তিনি।
বৈঠকে দুই সাংসদ ডা. রাজদীপ রায় ও কৃপানাথ মালা, পাঁচ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজয় মালাকার, আজিজ আহমেদ খান, জামাল উদ্দিন আহমেদ ও কৃষ্ণেন্দু পাল, এআইডিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে, জেলা পরিষদ সভাপতি আশিস নাথ, সিইও অমলেন্দু রায়, ডিডিসি আরকে লস্কর, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।