NE UpdatesHappeningsBreaking News
কয়লা মাফিয়া আহাদ চৌধুরী মেঘালয়ে গ্রেফতার
২৮ নভেম্বর : মেঘালয় পুলিশ কয়লা মাফিয়া করিমগঞ্জের আহাদ চৌধুরীকে গ্রেফতার করেছে৷ তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে সে রাজ্যের পুলিশ৷ মেঘালয়ের বর্ণিহাট থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। ক্লেরিয়েট থানায় তার বিরুদ্ধে দায়ের করা জালিয়াতির মামলার পরিপ্রেক্ষিতেই তাকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারকের অনুমতিক্রমে পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে যায়৷
আহাদের বিরুদ্ধে অবশ্য বহু মামলা রয়েছে৷ গত বছর করিমগঞ্জের সুতারকান্দির ল্যান্ডপোর্ট কেলেঙ্কারি নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। এই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ছিল আব্দুল আহাদ ।জাল দস্তাবেজ বানিয়ে কত লোকের জমি যে ল্যান্ডপোর্ট অথরিটিকে হস্তান্তর করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সে । শুধু কি তাই !
বরাক উপত্যকার কয়লা ব্যবসার অন্যতম মাফিয়া আহাদ। গতবছর পুলিশের হাতে ধরাও পড়েছিল৷ হাইকোর্ট থেকে জামিনে সে ছাড়া পায়। তার গ্রেফতারের পর তল্লাশি অভিযানে একটি নোটবুক বাজেয়াপ্ত করে তদন্তকারী দল ৷ আর সেই নোটবুক অর্থাৎ হাতে লেখা ডায়েরিতে অনেক রাঘববোয়ালের নাম বেরিয়ে এসেছিল । জেল থেকে বেরিয়েই সে মেঘালয়ে গিয়ে তার প্রতারণার ব্যবসা নতুন করে শুরু করে ।