Barak UpdatesHappeningsBreaking News

কবীন্দ্র পুরকায়স্থ, ডা. রাজদীপ, দীপায়নরাও কি কমিউনিস্ট, শিলাদিত্যের কাছে জানতে চান রাজীব কর

ওয়েটুবরাক, ২৪ জুলাই : “প্রলাপেরও একটা লিমিটেশন থাকা চাই”, এই ভাষাতেই প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবকে ঠুকলেন ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর৷  শিলচর রেলস্টেশনের নাম ভাষাশহিদ স্টেশন শিলচর করার দাবিকে বরাক উপত্যকায় এসে শিলাদিত্য “কম্যুনিস্টদের আন্দোলন” বলে নস্যাৎ করে যান৷ এরই প্রেক্ষিতে একেবারে চাঁছাছোলা ভাষায় জবাব দেন ডা. রাজীব৷

তিনি বলেন, ভাষাশহিদ স্টেশন, শিলচর বরাকের আমজনতার গণদাবি। যার মান্যতা দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ ১৪ বার সংসদে বিষয়টা উত্থাপন করেছিলেন। শিলাদিত্য দেব তখন তাঁর দিল্লির বাড়িতেই থাকতেন। কিন্তু বিষয়টি তিনি অনুধাবন করতে পারেননি। ২০১৭ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ের মান্যতা দিয়েছেন এবং আসাম সরকারের কাছে সেটা পাঠিয়ে নতুন নামের বানান কী হবে, তা নিয়ে গ্যাজেট নোটিফিকেশন করার নির্দেশ দিয়েছেন। যার পাঠ শিলাদিত্য দেব নেননি।

তার আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আসাম সরকারের সহমত জানিয়ে ভারত সরকারকে চিঠি পাঠিয়েছিলেন। সেই সময় রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য তৎকালীন মন্ত্রী গৌতম রায়ের ভূমিকা অসামান্য। সেইসঙ্গে দুই প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা ও অজিত সিং, বিধায়ক বীথিকা দেব, আতাউর রহমান মাঝারভূঁইয়া, কুতুব আহমেদ মজুমদার, ডা. রুমি নাথ, রাহুল রায়, মিশন রঞ্জন দাস সবাই একযোগে এই বিষয় নিয়ে লড়াই করেছেন। সংসদে বারে বারে সোচ্চার হয়েছেন সন্তোষমোহন দেব, রাধেশ্যাম বিশ্বাস, ললিত মোহন শুক্লবৈদ্যরা। শিলাদিত্য দেব এসব খবর রাখেন না বলেই প্রলাপ বকছেন, মন্তব্য রাজীববাবুর।

এমনকী, তাঁর রাজনৈতিক অতীত-বর্তমান নিয়েও নানা কথা উল্লেখ করেন তিনি৷ বলেন, “এই প্রলাপ বকার কারণেই তাঁর সমষ্টিতেই তাঁর জায়গার অভাব। এখন ধামাচাপার রাজনীতির কোটায় একটি পদ অলংকৃত করছেন।”

রাজীব করের কথায়, শিলাদিত্য দেবের ধারাপাতের ব্যাখ্যা যদি সঠিক হয়, তাহলে বুঝতে হবে কবীন্দ্র পুরকায়স্থ, মিশন রঞ্জন দাস, সন্তোষ মোহন দেব, গৌতম রায়, সুস্মিতা দেব, রাজনাথ সিং বা আজকের সময়ের কমলাক্ষ দে পুরকায়স্থ, কেশব মোহন্ত, নন্দিতা গারলোসা, অতুল বরা, রাজদীপ গোয়ালারা সবাই কমিউনিস্ট! ২০১৬-তে ভাষা শহিদ স্টেশন, শিলচর এর দাবিতে আমাদের নিয়ে দিল্লি গিয়েছিলেন শিলচরের সাংসদ ডা:রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এরাও কি কমিউনিস্ট, জানতে চান ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক৷

তার জোরালো দাবি, ভাষা শহিদ স্টেশন, শিলচর হবে নিশ্চিত। কারণ এই দাবি উপত্যকার গণমানুষের এবং সবকটা রাজনৈতিক দলের সমর্থনে উর্বর এক লড়াই। এখানে কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব নেই। আবার সব দলই আছে। আছে শুধু মানুষের নেতৃত্বে৷

তাঁর কথায়, ”ভাষাশহিদ স্টেশন শিলচর’ থেকে ট্রেন গুয়াহাটি গেলে আমরা মনে করি বরাক-ব্রহ্মপুত্রের সমন্বয়ের সেতু দৃঢ় হবে।” শিলাদিত্য দেবকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “উনিশের ইতিহাস আমাদের লড়াইর সঙ্গে সঙ্গে সম্প্রীতির শিক্ষাও দিয়েছে। মাতৃভাষার অস্তিত্ব রক্ষার দাবিতে এই উপত্যকার মাটি ১৫ জন শহিদের রক্তে রঞ্জিত হয়েছে। পরের বার সে ইতিহাস জেনে কথা বলবেন। নতুবা ভবিষ্যতে বরাক ব্রহ্মপুত্রের দূরত্ব বৃদ্ধিতে আপনিই দায়ী থাকবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker