NE UpdatesHappeningsBreaking News
কন্যাকুমারী ও ডিব্রুগড়ের মধ্যে সুপারফাস্ট স্পেশাল ট্রেন
ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি: অতিরিক্ত যাত্রীভিড় হ্রাস করতে কন্যাকুমারী ও ডিব্রুগড়ের মধ্যে দুটি পাক্ষিক সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশাল ট্রেন নং. ০৬১০৩/০৬১০৪ (কন্যাকুমারী–ডিব্রুগড়–কন্যাকুমারী) এবং স্পেশাল ট্রেন নং. ০৬১০৫/০৬১০৬ (কন্যাকুমারী–ডিব্রুগড়–কন্যাকুমারী) সুপারফাস্ট উভয় দিক থেকে একসঙ্গে আটটি ট্রিপ করে চলবে। দক্ষিণ ভারতের ট্রেনে উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরবঙ্গ অঞ্চলের ওয়েটিং লিস্টের যাত্রীদের সুবিধার্থে এই গুলি চলাচল করবে।
ট্রেন নং. ০৬১০৩ (কন্যাকুমারী-ডিব্রুগড়) সুপারফাস্ট স্পেশাল ১৬ ফেব্রুয়ারি এবং ১, ১৫ ও ২৯ মার্চ তারিখে শুক্রবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে কন্যাকুমারী থেকে রওনা দিয়ে সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে। ফেরৎ যাত্রায় ট্রেন নং. ০৬১০৪ (ডিব্রুগড় -কন্যাকুমারী) সুপারফাস্ট স্পেশাল ২১ ফেব্রুয়ারি এবং ৬, ২০ মার্চ ও ৩ এপ্রিল তারিখে বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে ডিব্রুগড় থেকে রওনা দিয়ে শনিবার ৯টা ৫৫ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে। ট্রেনগুলিতে যাত্রীদের জন্য এসি ৩ টিয়ার, এসি ৩ টিয়ার ইকোনোমি, স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
ট্রেন নং. ০৬১০৫ (কন্যাকুমারী-ডিব্রুগড়) সুপারফাস্ট স্পেশাল ২৩ ফেব্রুয়ারি, ৮, ২২ মার্চ ও ৫ এপ্রিল তারিখে শুক্রবার বিকাল ৫টা ২৫ মিনিটে কন্যাকুমারী থেকে রওনা দিয়ে সোমবার রাত ৮টা ৫০ মিনিটৈ ডিব্রুগড় পৌঁছবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৬১০৬ (ডিব্রুগড় -কন্যাকুমারী) সুপারফাস্ট স্পেশাল ২৮ ফেব্রুয়ারি, ১৩, ২৭ মার্চ ও ১০ এপ্রিল তারিখে বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে ডিব্রুগড় থেকে রওনা দিয়ে শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কন্যাকুমারী পৌঁছবে। ট্রেনগুলিতে যাত্রীদের জন্য এসি ২ টিয়ার, এসি ৩ টিয়ার, স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
এই ট্রেনগুলি মরিয়নি জংশন, ডিমাপুর, লামডিং জংশন, গোয়ালপাড়া টাউন, কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, বর্ধমান জংশন, খড়গপুর জংশন, ভুবনেশ্বর, ভিজিয়ানগরম জংশন, বিজয়ওয়াড়া জংশন, নেলোর, কোয়েম্বাটোর জংশন, এর্নাকুলাম টাউন এবং তিরুবনন্তপুরম সেন্ট্রাল ইত্যাদি হয়ে চলাচল করবে।
এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণের জন্য এই সুযোগ গ্রহণ করতে পারবেন। এই স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে।