NE UpdatesHappeningsBreaking News
কনরাড সাংমার এনপিপি থেকে সমর্থন প্রত্যাহার এইচএসডিপির
শিলং, ৪ মার্চ : মেঘালয়ের হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচএসপিডিপি) সভাপতি কেপি পাংনিয়াং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি কনরাড সাংমাকে এক চিঠি পাঠিয়ে দলের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করার কথা জানিয়েছেন। দুই এইচএসপিডিপি বিধায়ক মেথোডিয়াস ডখার এবং শাকলিয়ার ওয়ারজরি আগে এনপিপিকে সমর্থনের চিঠি লিখেছিলেন। পাংনিয়াং তাঁর চিঠিতে বলেছেন, দলের এই বিষয়ে কোনও ভূমিকা নেই এবং দুই বিধায়ক প্রার্থীকে সমর্থন করার জন্য দলের অনুমোদিত নন। তিনি সাংমাকে ৩ মার্চ থেকে অবিলম্বে সমর্থন প্রত্যাহার করার অনুরোধ করেন।
এর আগে পাংনিয়াং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি), অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি), কংগ্রেস, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিএফ) এবং ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-এর নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন। তাঁর এই আলোচনার বিষয় ছিল, এমন একটি সরকার গঠন করা যা NPP-এর নেতৃত্বে থাকবে না এবং বিজেপির অধীন নয়। কিন্তু দুই এইচএসপিডিপি বিধায়ক একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে তারা বাধাপ্রাপ্ত হন।
কনরাড সাংমা ইতিমধ্যে ৩২ জন বিধায়কের সমর্থন থাকার দাবি করে সরকার গঠনের করতে ৩ মার্চ রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। ৭ মার্চ সাংমার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তবে HSPDP সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় এই পরিকল্পনা প্রভাবিত হতে পারে।