Barak UpdatesHappeningsBreaking News
কনকলতার জন্ম শতবর্ষে শিলচর থেকে বাইক র্যালির যাত্রা গহপুরে
ওয়ে টু বরাক, ২২ ডিসেম্বর : শহিদ কনকলতার জন্মশতবর্ষ সমাপ্তি উপলক্ষে রবিবার শিলচর থেকে এক মোটর বাইক র্যালি গহপুরের উদ্দেশে রওনা হয়েছে। এ দিন সকালে শহরের ক্ষুদিরাম মুর্তির পাদদেশ থেকে ঐতিহাসিক গহপুর থানার উদ্দেশে কুড়িটি বাইক যাত্রা করে। শহিদ কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে এই বাইক র্যালি সবুজ পতাকা দেখিয়ে সূচনা করান বিশিষ্ট সমাজকর্মী হরিদাস দত্ত।
এ দিন বাইক র্যালির সূচনায় উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা নীহার রঞ্জন পাল, শিলচর সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সহ-সভাপতি সুব্রত চন্দ্র নাথ, স্মৃতি পাল, সম্পাদক দুলালি গাঙ্গুলি, কার্যকরী কমিটির সদস্য আদিমা মজুমদার, সুকল্পা দত্ত, রাহুল রায়, মধুমিতা দেব, অধ্যাপক অজয় রায়, নকুল রঞ্জন পাল, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।
এ দিন শহিদ ক্ষুদিরাম মুর্তির পাদদেশে সকাল ৭টায় কনকলতার প্রতিকৃতি বসিয়ে মাল্যদান করেন সমিতির সদস্য-সদস্যা সহ বাইক আরোহীরা। বাইক র্যালির সূচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক দুলালি গাঙ্গুলি। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আজ মুছে ফেলার চেষ্টা চলছে। বীর, বীরাঙ্গনাদের আত্মবলিদানে দেশ স্বাধীন হলেও আজ দেশের শাসক শ্রেণি তাদের ইতিহাসকে নব প্রজন্মের সামনে তুলে ধরতে চাইছে না। কনকলতা ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানের মধ্য দিয়ে সংগ্রামের যে ইতিহাস তৈরি করে গেছেন, তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমিতির পক্ষ থেকে এই প্রয়াস করা হয়েছে।
উল্লেখ্য, বাইক র্যালিটি গহপুর, বরঙ্গাবাড়ি ইত্যাদি স্থানে পৌঁছে কনকলতার মূর্তিতে মাল্যদান করে আগামী ২৪ ডিসেম্বর শিলচর ফিরে আসবে।