NE UpdatesAnalyticsBreaking News
এ বার গুয়াহাটিতে রাজপথে হবে স্বাধীনতা দিবসের প্যারেড
গুয়াহাটি, ৬ আগস্ট : স্বাধীনতা দিবস সমাগত। দেশের অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে এবার অসম সরকারও কিছু ব্যতিক্রমী কার্যসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবে। এ উপলক্ষে রবিবার দিশপুর এর জনতা ভবনে এক সাংবাদিক বৈঠকে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উদযাপনের বিস্তৃত কার্যসূচি তুলে ধরেন।
উল্লেখ্য এবার খানাপাড়ার খেলার মাঠের বিপরীতে রাজপথে হবে স্বাধীনতা দিবসের কার্যসূচি। অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে এবার আসাম সরকার বিশেষ ধরনে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ রাজপথে প্রদর্শিত হবে। গণেশগুড়ির উড়াল সেতু থেকে হবে স্বাধীনতা দিবসের এই প্যারেড। সাধারণত প্রতিবছর খানাপাড়ার খেলার মাঠেই অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় কার্যসূচি।
আরো জানা গিয়েছে, এবার স্বাধীনতা দিবসের কার্যসূচি দেখতে ভিভিআইপিদের বসানো হবে জনতা ভবনের সামনে। রাস্তার পাশে জনগণের জন্য আসনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ উড়ালপুল থেকে জনতা ভবন পর্যন্ত হবে স্বাধীনতা দিবসের প্যারেড। এ বছর প্যারেডে মোট বারোটি বাহিনী অংশ নেবে।