NE UpdatesHappeningsBreaking News

এলাহী আয়োজন অপছন্দ হিমন্তের

ওয়েটুবরাক, ৩০ জুলাই: মুখ্যমন্ত্রী কোনও জেলায় গেলে তাঁকে কীভাবে আপ্যায়ণ করা যায়, এ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জেলাশাসকরা৷ মাছ-মাংসের এমন এলাহী আয়োজন করেন তাঁরা, যেন খেতেই আসছেন তিনি৷ একই ব্যাপার পুলিশ কর্তাদেরও৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বাড়াবাড়িই চলে৷ এ সব একেবারে নাপসন্দ তাঁর৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার জেলাশাসকদের সম্মেলনে তাঁর পুরনো নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দেন৷ আগেই তাঁর সচিবালয় থেকে নির্দেশ থেকে পাঠানো হয়েছিল, মুখ্যমন্ত্রীর সফরে বা মন্ত্রিসভার বৈঠকে যাতে আমিষ আয়োজন করা না হয়৷ সরকারি অর্থে সাধারণ আহারই করবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী-আমলারা৷ এর পরও কেউ কেউ আমিষ খাদ্যের ব্যবস্থা করেন বলে তিনি অসন্তোষ প্রকাশ করেন৷ যোরহাটের জেলাশাসককে রীতিমত কৈফিয়তের সুরেই বলেন, পুরনো নির্দেশটি তিনি পেয়েছিলেন কিনা, পেয়ে থাকলে কেন মাছ-মাংস রান্না করানো হল? তাঁর সাফ কথা, কোনও মন্ত্রী-আমলার আমিষ খাওয়ার ইচ্ছা হতেই পারে, তিনি সে ক্ষেত্রে হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে খাবেন৷
হিমন্ত আবারও এ দিন জেলাশাসকদের মনে করিয়ে দেন, “রাজ্য সরকারের অতিথি ছাড়া অন্য কাউকে সরকারি অর্থে মাছ-মাংস খাওয়ানো যাবে না৷”
তাঁর নিরাপত্তা নিয়েও তিনি পুলিশ সুপারদের জানিয়ে রাখেন, “মুখ্যমন্ত্রীর কনভয়ে দশটির বেশি গাড়ি থাকা যাবে না৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা থাকবেন, তাঁদের জন্য পৃথক নিরাপত্তার ব্যবস্থা জুড়ে দেওয়া অর্থহীন৷ ব্যারিকেড গড়ার সময়েও মনে রাখতে হবে, জনগণ বাড়াবাড়ি পছন্দ করে না৷” ভিআইপি সংস্কৃতি ভুলে যেতে তিনি অফিসারদের বলে দেন৷ “মানুষ ভালো পায় না, এমন কিছু করবেন না”, সরাসরিই বললেন হিমন্ত৷
জেলাশাসকদের সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২ অক্টোবর থেকে উপজেলা সমূহ আনুষ্ঠানিক ভাবে কাজ করতে শুরু করবে৷ দ্বিতীয়ত, ৩১ ডিসেম্বর নির্বাচিত পঞ্চায়েত দায়িত্ব গ্রহণ করবে৷ ফলে এর আগে পঞ্চায়েত নির্বাচন সেরে নিতে হবে৷ সে জন্য পঞ্চায়েতগুলির সীমা পুনঃনির্ধারণের কাজও দ্রুত সম্পন্ন করা চাই৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker